নয়াপল্টনে বিক্ষুব্ধ ছাত্রদলের অবস্থান, আবার বসবেন সোমবার

0
0

নয়াপল্টনে ছাত্রদলের অবস্থান কর্মসূচি আজকের মতো স্থগিত করেছেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। আগামীকাল সোমবার আবারও বসবেন বলে জানিয়েছেন তাঁরা। রোববার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নেন ছাত্রদলের বিক্ষুব্ধরা।পরে দুপুরে তাঁরা তাদের কর্মসূচি স্থগিত করেন।এ সময় তাঁরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন।

এ ব্যাপারে ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদ বলেন, ‘আমরা মিডিয়ার মাধ্যমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই যে, আমরা আপনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থাশীল, আমাদের ত্যাগ স্বীকারকে মূল্যায়ন করে আলোচনার মাধ্যমে সমাধান দিন।

তিনি আরো বলেন, যত দিন পর্যন্ত এর সমাধান না আসবে, আমাদের ধারাবাহিক কর্মসূচি চলবে।

বয়সের সীমা না রাখা, স্বল্পমেয়াদি কমিটি গঠনসহ তিন দফা প্রস্তাবনার ভিত্তিতে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দাবিতে গত ১২ জুন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিনব্যাপী বিক্ষোভ করেন সংগঠনের বিলুপ্ত কমিটির একাংশের নেতারা। পরে ওই দিন রাতে দাবি পূরণে সাবেক ছাত্রনেতাদের (ছাত্রদলের কমিটি গঠনে বিএনপি গঠিত সার্চ কমিটির সদস্যরা) আশ্বাসের পরিপ্রেক্ষিতে সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেন বিক্ষুব্ধরা।

পরবর্তী সময়ে নিজেদের অবস্থান তুলে ধরতে সার্চ কমিটির সদস্যরা ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির একাধিক সদস্যের সঙ্গেও সাক্ষাৎ করেন আন্দোলনকারীরা। দাবি পূরণে তাঁরাও আশ্বাস দেন আন্দোলনকারীদের।

গত ৩ জুন ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে দেওয়ার পাশাপাশি কাউন্সিলের মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচনের ঘোষণা দেয় বিএনপি। আর কাউন্সিলে প্রার্থী হতে ২০০০ সাল থেকে পরবর্তী যেকোনো বছরে এসএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং অবশ্যই বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী হওয়াসহ তিনটি শর্ত নির্ধারণ করে দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here