বিশাল বাজেটের চাপে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। শুক্রবার (১৪ জুন)জাতীয় প্রেস ক্লাবের সামনে গণবিরোধী লুটপাটের বাজেট প্রত্যাখ্যান শীর্ষক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন এবং ফিউচার অব বাংলাদেশের যৌথ আয়োজনে এ মানববন্ধন করা হয়।
সালাম বলেন, পরিষ্কারভাবে যেটা আমি বলতে চাই, অনির্বাচিত সংসদের বর্তমান অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রীর জাতির সামনে বাজেট দেয়ার নৈতিক কোনো অধিকার নেই। বিশাল এ বাজেট দেয়ার আগে বড় বাজেটের চাপে অর্থমন্ত্রী নিজেই অসুস্থ হড়ে পড়েন।
বিএনপির এ নেতা বলেন, এ বিশাল বাজেট বহন করার মতো অবস্থা বর্তমানে জাতির নেই। এ বাজেট যদি জাতিকে বহন করতে হয় তাহলে সমস্ত জাতিই আজ অসুস্থ হয়ে পড়বে। এ বাজেট জনগণের পকেট কাটার এবং গরিবকে আরও গরিব করার। এটি জনগণের ওপর চাপিয়ে দেয়া বাজেট।
সরকারের ভেজালবিরোধী অভিযানের সমালোচনা করে সালাম বলেন, যে সরকার নিজেই একটি ভেজাল সরকার। জনগণ তাদের ভোট দিয়ে নির্বাচিত করে নাই তাদের ভেজালবিরোধী অভিযান চালানোর নৈতিক কোনো অধিকার নেই।
তিনি বলেন, আমাদের একটাই দাবি, জনপ্রতিনিধি বলতে যেটা বোঝায় সেটার জন্য অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে এবং ফিউচার অব বাংলাদেশের সাধারণ সম্পাদক মো. শওকত আজিজের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন- লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, বিএনপি নেতা জামাল হোসেন টুয়েল, সাজ্জাদ হোসেন প্রমুখ।