হাটহাজারীতে চলছে জলাধার ভরাটের মহোৎসব

0
41

হাটহাজারীতে অগ্নিদূর্ঘটনার ঝুঁকি ক্রমে বৃদ্ধি পাচ্ছে। প্রতিযোগিতামূলক ভাবে চলছে পানির উৎস জলাধার ভরাটের মহোৎসব। তাছাড়া দুর্ঘটনার সময় অগ্নিনির্বাপক গাড়ি যাতায়াতের রাস্তা না রেখে ভবন নির্মিত হওয়ার কারণে অগ্নিদুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।

উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে পানির উৎস জলাধার ভরাটের প্রতিযোগিতা চলছে । এতে করে অগ্নিদুর্ঘটনার সময় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। তাছাড়া বিভিন্ন স্থানে নিয়ম বর্হিভূত ভাবে দূর্ঘটনার সময় অগ্নিনির্বাপক গাড়ী যাতায়তের পর্যাপ্ত জায়গা না রেখে ভবন নির্মাণ করার কারণে ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চলের কথা বাদ দিলেও মহাসড়ক, ইউনিয়ন ও পৌরসভা এলাকায় গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন এলাকায় দিন দিন বহুতল ভবন নির্মাণ চলছে প্রতিযোগিতা মূলক ভাবে। এসব ভবন নির্মাণের সময় দায়িত্বশীল কর্তৃপক্ষ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু অনুমতি দেওয়ার সময় কর্তৃপক্ষ চলাচলের সড়কের অবস্থা অনেক ক্ষেত্রে বিবেচনা না করার অভিযোগ উঠেছে। স্থান বিশেষে পাকা দালান নির্মাণ করার জন্য সড়কের পাশে কিছু জায়গা রাখা হলেও পুনরায় সীমানা প্রাচীর নির্মাণের সময় সড়কের সরকারি জায়গা ও ক্ষেত্র বিশেষে অবৈধ দখল করে সড়কের প্রস্থ ছোট করার কথাও মানুষের মুখে মুখে।

সম্প্রতি সড়কের জায়গা অবৈধ স্থাপনা নির্মাণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমীন সরকার হাট, চৌধুরী হাটসহ হাটহাজারী পৌরসভার বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে। অবৈধ দখলদারদের সাবধান করে দিয়েছে। এদিকে হাটহাজারী পৌরসভা, ফতেপুর ইউনিয়নের বিশ্ববিদ্যালয় এলাকা, জোবরা, মাইজপাট্টি, ভবানীপুর, চিকনদন্ডী ইউনিয়নের উত্তর ও দক্ষিণ ফতেয়াবাদ, বড়দিঘীর পাড় এলাকা, খন্দকিয়া, শিকারপুর, বুড়িশ্চর, দক্ষিণ বুড়িশ্চর, উত্তর ও দক্ষিণ কুয়াইশ, বাথুয়া প্রভৃতি এলাকার অবস্থা খুবই নাজুক। যেকোন সময় অগ্নিদূর্ঘটনা ঘটলে উল্লেখিত এলাকায় যাতায়াতের রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীদের গাড়ী নিয়ে দুর্ঘটনাস্থলে যাওয়া কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

ইতিমধ্যে উপজেলার এনায়েতপুর এলাকায় দুইটি, সরকার বাজার সংলগ্ন এলাকায় চারটি, হাটহাজারী পৌরসভায় চার/পাঁচটি, ফতেয়াবাদ চৌধুরীহাট এলাকায় ছয়/সাতটি পুুকুর ভরাট করে ভবন নির্মাণ করার কথা জনশ্র“তি রয়েছে। তাছাড়া হাটহাজারী পৌরসভাসহ উল্লেখিত এলাকায় নির্মিত সিংহভাগ বহুতল ভবনে অগ্নিনির্বাপণের প্রাথমিক ব্যবস্থা নেই।

সম্প্রতি হাটহাজারী বালিকা বিদ্যালয় ও কলেজ সংলগ্ন এলাকায় শতবর্ষী একটি পুকুরের আংশিক ভরাট করে সীমানা প্রাচীর নির্মাণের বিষয় অবহিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর পুকুর ভরাটকারীকে নোটিশ দেওয়ার সিন্ধান্ত নিলেও অবৈধভাবে জলাধার ভরাটকারীর নাম ঠিকানা সংগ্রহ করতে না পারায় মালিকের কাছে নোটিশ দিতে পারছেনা বলে নির্বাহী কর্মকর্তার দপ্তরসূত্রে জানা গেছে।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকির হোসেন সাংবাদিকদের জানান, ইতিমধ্যে পৌরসভার বিভিন্ন ভবনে জরিপ চালিয়ে বহুতল ভবনের মালিকদের প্রাথমিক ভাবে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার জন্য চিঠি প্রদান করা হয়েছে। পৌরসভাসহ বিভিন্ন এলাকায় নির্মিত বহুতল ভবনের অগ্নিদূর্ঘটনার সময় ফায়ার সার্ভিসের গাড়ী যাতায়াতের রাস্তা না থাকায় ফায়ার সার্ভিস কর্মীদের যাতায়াত কষ্টসাধ্য বলে তিনি উল্লেখ করেন।

তাছাড়া বহুতল ভবন নির্মাণের অনুমতি দেওয়ার সময় দায়িত্বশীল কর্তৃপক্ষ সড়কের অবস্থা বিবেচনায় না এনে ভবন নির্মাণের অনুমতি দেওয়ায় তিনি বিস্ময় প্রকাশ করেন। তিনি জলাধার ভরাটের কথা স্বীকার করে বলেন, তাদের বিচারিক ক্ষমতা না থাকায় এব্যাপারে ব্যবস্থা করতে পারছেনা বলে জানান। তবে এসব বিষয় তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলেও গণমাধ্যমকে জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here