ধানের দাম নিয়ে সংকটের স্থায়ী সমাধান হবে: কৃষিমন্ত্রী

0
0

কৃষকরা ধানের ন্যায্য মূল্য না পাওয়ায় যে সংকট তৈরি হয়েছে, তার স্থায়ী সমাধান বের করা হবে বলে আশাবাদ জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকট সমাধান করার নির্দেশ দিয়েছেন। তার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই সংকটের একটি স্থায়ী সমাধান বের করতে চেষ্টা করছি, যেন কৃষকরা লাভবান হতে পারে।

রোববার (৯ জুন) সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন। ঈদের ছুটি শেষে প্রথম এই কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।

এসময় ধানের দামের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ড. আব্দুর রাজ্জাক বলেন, ধানের মূল্য কিভাবে বাড়াতে হয়, সে বিষয়টি নিয়ে আমরা চিন্তা-ভাবনা করছি। এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। খাদ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সবার সঙ্গেই বিষয়টি নিয়ে বৈঠক করা হবে। আশা করছি, এর মাধ্যমে এই সংকটের একটি স্থায়ী সমাধান বের হয়ে আসবে। আর কৃষকরাও এতে লাভবান হতে পারবেন।

ঈদের দীর্ঘ ছুটির পর এদিনই প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে অফিস শুরু হয়েছে। তবে নেই তেমন কর্মব্যস্ততা। মন্ত্রী, সচিবসহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে এলেও ঈদের শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনেকটা ঢিলেঢালাভাবে কর্মক্ষেত্রে দিনটি শুরু করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here