ঈদের দিন সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জন

0
0

পবিত্র ঈদুল ফিতরের দিন বুধবার ফরিদপুর ও লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন। ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলায় পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল বেলাতেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ জন। এ সময় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন।

বুধবার সকাল পৌনে সাতটার দিকে উপজেলার ধুলদী রেলগেট এলাকায় একে ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে নিহতেদের মধ্যে বাসের ড্রাইভার ও হেলপার রয়েছে বলে জানা গেছে।

ফরিদপুরের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. নুরুল আলম দুলাল জানান সকাল পৌনে সাতটার দিকে এ কে ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে ঈদে ঘরমুখো যাত্রীদের নিয়ে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল। ধুলদী রেলগেট এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। ঘটনাস্থলেই চারজন নিহত হন। এসময় আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান। আহতদের মধ্যে ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহত অবস্থায় পাচঁ বছরের একটি শিশু উদ্ধার করা হয়েছে তাকে তার মায়ের কাছে পৌছে দেওয়া হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা নুরুল আলম দুলাল।

দূর্ঘটনার পর মহাসড়কে সকল ধরনের যানচলাচল বন্ধ রয়েছে। এতে ঘড়ে ফেরা মানুষের চরম দূভোর্গের মধ্যে পড়তে হচ্ছে।

লালমনিরহাট: ঈদের সকালে লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।সদর উপজেলার বড়বাড়ি বাজারে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।রংপুর থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের স্মৃতিসৌধে ধাক্কা খেয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।সদর থানার ওসি মাহফুজ আলম জানান, এতে ঘটনাস্থলেই চালকসহ দুজন নিহত হন। লালমনিরহাট সদর হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান।
দুর্ঘটনায় আহত হন আরও ১০ জন। লালমনিরহাট ও কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতদের নাম-পরিচয় জানা না গেলেও সবার বাড়ি কুড়িগ্রাম বলে ধারণা করা হচ্ছে।স্থানীয়রা জানায়, পিকআপে থাকা সবাই রংপুর থেকে ঈদ করার জন্য কুড়িগ্রাম যাচ্ছিলেন।বুধবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here