আগামীকাল মঙ্গলবার চাঁদ দেখা গেলে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর বুধবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ঈদের জামাতের জন্য বিভিন্ন ঈদগাহগুলো ধুয়ে মুছে সাজানোর প্রস্তুতি চলছে। ইতোমধ্যে ঈদের প্রধান জামাতের জন্য ঐতিহাসিক মিজান ময়দান প্রস্তুত করা হচ্ছে। সকাল ৮টায় জেলার প্রধান এ ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে। এখানে নামাজের ইমামতি করবেন ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসান।
ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান জানান, ফেনী কেন্দ্রীয় বড় জামে মসজিদে ঈদের জামাত সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ইমামতি করবেন মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ। জহিরিয়া মসজিদে ঈদের জামাত ৮টা ৩০ মিনিটে, জিএ একাডেমী হাইস্কুল মাঠ, সার্কিট হাউজ মসজিদ, রেল স্টেশন মসজিদ ও পুলিশ লাইন মাঠে সকাল ৮টা ৪৫ মিনিটে, জেলা কারাগার মসজিদ সকাল ৮টায় ও কারাবন্দিদেও নিয়ে ৮টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।এছাড়া জেলা ও উপজেলার বিভিন্ন মসজিদ ও ঈদগাহ কমিটি তাদের সুবিধাজনক সময়ে ঈদ জামাতের সময় নির্ধারণ করবেন।