একুশে পদকপ্রাপ্ত দেশের অন্যতম নাট্যকার, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক মমতাজউদদীন আহমদের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে।সোমবার দুপুরের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মমতাজউদদীন আহমদের জানাজায় অংশ নেন রাজনীতিবিদ, নাট্যকার, লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পরে তাঁর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা।
শ্বাসকষ্টজনিত রোগে দুই সপ্তাহের বেশি সময় রাজধানীর একটি হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় থেকে গতকাল রোববার না-ফেরার দেশে চলে যান কিংবদন্তি নাট্যজন মমতাজউদদীন আহমদ।প্রথিতযশা এ নাট্যকার দীর্ঘ ৩২ বছরের বেশি সময় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা ভাষা, সংস্কৃতি ও ইউরোপীয় নাট্যকলায় শিক্ষাদান করেছেন। তাঁর জানাজায় অংশ নিতে আসা দেশের ব্যক্তিরা তাঁকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করেছেন, জানিয়েছেন সংস্কৃতি অঙ্গনে তাঁর অসামান্য অবদানের কথা।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ নাট্যকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, বাংলাদেশের নাট্য আন্দোলনের তাঁকে পথিকৃৎ বলা যায়। তিনি পথ দেখিয়েছেন মঞ্চনাটকে, অভিনয়ে, নাটক রচনায়।অভিনেতা ও নাট্যকার সালাউদ্দিন লাভলু বলেন, ওনার যে কর্ম, ওনার যে সৃষ্টি, এবং ব্যক্তিগত জীবনে উনি একেবারেই অন্যরকম স্বতন্ত্র একজন মানুষ ছিলেন। খুব সহজেই আলাদা করে ওনার কাজ চোখে পড়তো।
সাংস্কৃতিক সংগঠক ম. হামিদ মমতাজউদদীন আহমদকে সব নাট্যকর্মীর শিক্ষক অভিহিত করেন। তিনি বলেন, তিনি শুধু কলেজের শিক্ষক ছিলেন না, তিনি সমস্ত নাট্যকর্মীরই সাধারণ শিক্ষকে পরিণত হয়েছিলেন।
আরেক অভিনেতা কে এস ফিরোজ বলেন, মমতাজউদদীন আহমদকে কিছু বলে বোঝানো যাবে না। উনি একজন অসাধারণ নাট্যকার।পরিবারের পক্ষ থেকে মমতাজউদদীন আহমদের ছেলে তিতাস মাহমুদ বাবাকে মূল্যায়ন করতে গিয়ে সবার উদ্দেশে বলেন, পারিবারিকভাবে মনে করি আমার বাবা অত্যন্ত সফল বর্ণিল এবং বর্ণাঢ্য একটা জীবন পেয়েছেন। সেই জীবন পাওয়ার জন্য আপনারা সবাই সহযোগিতা করেছেন, তাঁকে সাহায্য করেছেন, আপনাদের সবার কাছে আমরা খুবই কৃতজ্ঞ। ১৯৩৫ সালের ১৮ জানুয়ারি ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ জেলার হাবিবপুর থানার আইহো গ্রামে জন্মগ্রহণ করেন বিশিষ্ট নাট্যজন মমতাজউদদীন আহমদ।