টানা একমাস সিয়াম সাধনার পর আসছে মুসলমানদের জাতীয় উৎসব ঈদ। সবক্ষেত্রেই চলছে ছুটির আমেজ। তবে ঈদের ছুটিতেও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চলবে চিকিৎসাসেবা। এজন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি টিমও গঠন করে দিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ রোস্টার অনুযায়ী ঈদের ছুটিতেও রোগীদের সেবা দেবেন তারা।
মঙ্গলবার (০৪ জুন) থেকে শুরু হয়েছে ঈদুল ফিতরের ছুটি। ঢামেক হাসপাতালেও ঈদ উপলক্ষে কিছু ডাক্তার ছুটিতে রয়েছেন। তাই এদিন থেকেই রোস্টার অনুযায়ী ডিউটি শুরু হয়েছে। এই টিমে বিশেষজ্ঞ চিকিৎসক থেকে শুরু করে শিক্ষাণবীশ চিকিৎসকেরাও রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ বলেন, ইন্টার্নি ডাক্তাররা হচ্ছে হাসপাতালের প্রাণ। তারা তো রোগীদের সেবা দিবেই। তাদের পাশাপাশি ইউনিট ভিত্তিক প্রফেসররাও রাউন্ড দিয়ে রোগী দেখবেন। এছাড়া প্রফেসররা ২৪ ঘণ্টাই অন-কলে থাকবেন। যখনই দরকার হবে তখনই তারা দ্রুত হাসপাতালে ছুটে আসবেন।
তিনি আরও বলেন, ঢামেক হাসপাতালে ধারণক্ষমতার চেয়ে ও দ্বিগুণ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। এসব কথা চিন্তা করেই প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরের আগে আমরা রোগীদের চিকিৎসার জন্য কমিটি গঠন করেছি। এখানে আরপি ও আরএসরা (আবাসিক সার্জন) তত্ত্বাবধানে থাকছেন। এছাড়া পুরো হাসপাতালের সব অস্ত্রোপচার কক্ষেই স্বাভাবিক নিয়মে অস্ত্রোপচার করা হবে। এভাবেই ডাক্তারদের রোস্টার তৈরি করা হয়েছে।
তবে হিন্দু ধর্ম ও অন্যান্য ধর্মের যে সব চিকিৎসকরা রয়েছেন, তাদের ২৪ ঘণ্টাই ডিউটি করতে হবে। আবার তাদের কোনো উৎসবে মুসলমানদের ডিউটিতে রেখে তাদের ছুটি দেওয়া হয়। এভাবেই রোস্টারগুলো তৈরি করা হয়েছে।এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঈদ উৎসবকে কেন্দ্র করে রোগীদের বাধ্যতামূলক ছুটি দেওয়া হচ্ছে, এরকম অভিযোগ সঠিক না। কোনো চিকিৎসকই চায়না রোগীকে সম্পূর্ণ সুস্থ না করে ছাড় পত্র দিতে। তবে অনেক রোগী আছেন যাদের অনেক সময় ইনফেকশনের ভয় থাকে। বাসায় নিয়মিত ওষুধ সেবন ও বিশ্রাম নিলেই তারা ঠিক হয়ে যায়। এমন রোগীদের হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। তাই শুধু তাদেরই ছাড়পত্র দেওয়া হয়।
এদিকে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (ঢামেক শাখা) সভাপতি মো. কামাল হোসেন পাটোয়ারী জানান, কিছু নার্সরা ছুটিতে গেলেও অনেকেই স্বেচ্ছায় ঈদের ছুটিতে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। পর্যাপ্ত পরিমান নার্স রোস্টার অনুযায়ী রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।