ঈদের দিন সকালে শুরু জিয়ার কবরে ফুল দেবে বিএনপি

0
62

ঈদের দিন সকালে নামাজের পর দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দেবে বিএনপি।কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে দেখা করা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও জানায়নি দলটি।তবে বন্দি খালেদা দেশবাসীসহ সারাবিশ্বের মুসলমানদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহসচিব রুহুল কবির রিজভী জানান।তিনি ঈদে বিএনপির কর্মসূচি জানাতে মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন।

রিজভী বলেন, ঈদের নামাজের পর সকাল ১১টায় শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির জ্যেষ্ঠ নেতারা।প্রতিবছর খালেদা জিয়া ঈদের দিন জিয়ার কবরে ফুল দিতেন। গত বছরের ফেব্রুয়ারিতে তিনি কারাগারে যাওয়ার পর বিএনপির মহাসচিবসহ জ্যেষ্ঠ নেতারা কর্মসূচিটি চালিয়ে যাচ্ছেন।

ঈদের দিন বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দলের মহাসচিবসহ নেতারা যাবেন কি না- প্রশ্ন করা হলে রিজভী বলেন, এ ব্যাপারে আমরা এখনও কোনো সংবাদ পাইনি। সংবাদ পেলে আপনাদের জানিয়ে দেব।কারাবন্দি খালেদা গত ১ এপ্রিল থেকে বিএসএমএমইউতে চিকিৎসাধীন।রিজভী বলেন, বর্তমান দুঃশাসনের কবলে পড়ে দেশের মানুষের মাঝে ঈদ আনন্দ নেই। তবুও দেশবাসী, মুসলিম উম্মাহকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসী ও বিশ্বের সকল মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

দলীয় চেয়ারপারসনের মুক্তি দাবি করে রিজভী বলেন, আপনারা (সরকার) মধ্যরাতে ভোট ডাকাতি করে ক্ষমতায় থাকার জন্যই তো তাকে জেলে পুরেছিলেন, সেই কাজ তো ২৯ ডিসেম্বর মধ্যরাতেই সেরে ফেলেছেন। তাহলে এখন মুক্তি দিচ্ছেন না কেন?৭৪ বছর বয়সী একজন মহিয়সী নারীকে আর বন্দি করে রাখবেন না। তার সুচিকিৎসা ও স্বজনদের সাথে ঈদ করার সুযোগ করে দিন।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরের প্রসঙ্গ তুলে বিএনপি নেতা বলেন, “প্রধানমন্ত্রী রাষ্ট্রের খরচে বিশাল লটবহর নিয়ে ফিনল্যান্ডে গেছেন ঈদ করতে, আর দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ঈদ করতে হচ্ছে।একজন সরকার প্রধান কতটা অমানবিক ও নিষ্ঠুর হলে শুধু ব্যক্তিগত আক্রোশে চারবারের প্রধানমন্ত্রীকে এভাবে কারাগারে বিনা দোষে বন্দি রাখতে পারে। পৃথিবীর ইতিহাসে এরকম প্রতিহিংসাপরায়ণতার কদর্য ঘটনা বিরল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here