পাবনার আতাইকুলায় থানা পুলিশ অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের ৪ সদস্যকে আটক করেছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহ্নত বিভিন্ন যন্ত্রপাতি, একটি প্রাইভেট কার, বেশ কিছু ব্যাটারী ও দুইটি বাই সাইকেল উদ্ধার করে পুলিশ।
আজ সোমবার (৩ মে) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পাবনা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম এ তথ্য জানান। তিনি বলেন, রোববার দিনগত রাত আড়াইটার দিকে সন্দেহভাজন একটি প্রাইভেট কার তল্লাশীর সময় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আকাশকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী জেলার সাঁথিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাতি করা বেশ কিছু ব্যাটারী, বাইসাইকেল ও ডাকাতি কাজে ব্যবহ্নত যন্ত্রপাতিসহ আন্তঃজেলা ডাকাত দলের অপর সদস্য রেজাউল করিম রেজা, লিটন মিয়া ও স¤্রাটকে আটক করা হয়।
পুলিশ সুপার জানান, আটককৃতদের বিরুদ্ধে শরীয়তপুর, জামালপুর, নাটোর, সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন থানায় চুরি ও ডাকাতি মামলা রয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।