রাঙ্গামাটি শহরে সরকারি মহিলা কলেজ এলাকায় একটি ভবনের ভিত্তি নির্মাণের সময় মাটিচাপা পড়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন।
রোববার (২ জুন) দুপুর দেড়টায় এ ঘটনা ঘটে।স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর করিম আকবর জানান, সরকারি মহিলা কলেজের পাশে ভবন নির্মাণের কাজ চলছিল। পারভীন নামে এক স্কুল শিক্ষিকা এটির মালিক। কাপ্তাই হ্রদের একটি অংশ দখল করে সেখানে বাড়ি নির্মাণের কাজ চলছিল। সকালে ওই ভবনটির ভিত্তি স্থাপনে কাজ করছিলেন শ্রমিকরা। জমির মাটি কাটার সময় মাটি চাপা পড়ে এ সময় ঘটনাস্থলে তিন শ্রমিকের মৃত্যু হয়।
মৃত তিন শ্রমিক হলেন- সেন্টু মিয়া (৪১), আঙ্গুর আলী (৬৫) এবং মো. পাপ্পু মিয়া (৩৫)। আহত সাইফুলের বয়স ৪০।রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার উদয়ন চাকমা জানান, দুর্ঘটনাস্থল থেকে মৃত তিন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আহত শ্রমিককে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক এ সময় বলেন, হ্রদ দখল করে সেখানে ভবন নির্মাণ করা হচ্ছিল। ওই ভবন মালিকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।