আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে মহিমান্বিত পবিত্র শবে কদর পালন হয়েছে। মহান আল্লাহ তায়ালার রহমত লাভের আশায় সারা দেশের মসজিদ, মাদ্রাসা, ইবাদতখানা এবং ঘরে ঘরে ধর্মপ্রাণ মুসলমানরা নামাজ, জিকির আসকারসহ সারা রাত ইবাদত বন্দেগিতে মগ্ন ছিলেন।
এভাবেই ইবাদত বন্দেগি ও জিকির আসকারে পরম করুণাময় আল্লাহ তায়ালার দরবারে রাতভর প্রার্থনা করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা।রমজান মাসের শেষ ১০ দিনের এক বেজোড় তারিখের রাতে মুসলমানদের ইহকাল-পরকালের দিক নির্দেশনামূলক পবিত্র কোরআন শরীফ নাজিল হয়েছিল।সারা বিশ্বের মুসলমানের কাছে সওয়াব হাসিল আর গুনহা থেকে পানাহ চাওয়ার রাত হিসেবে শবে কদরের রয়েছে অতুলনীয় মর্যাদা।
তাই নফল ইবাদত, কোরআন তেলাওয়াত, ইবাদত বন্দেগি, জিকির-আসকার এর মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা মহিমান্বিত এ রাত পালন করেন। রাত ভর ইবাদতের পর মোনাজাতে দুহাত তুলে আল্লাহ্র কাছে পানাহ্ চান সবাই। পাপ থেকে মুক্তির জন্য কান্নায় ভেঙে পড়েন ধর্মপ্রাণ মুসলমানরা।