মহানবীর রওজা জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

0
38
????????????????????????????????????

প্রধানমন্ত্রী মসজিদে নববীতে জোহরের নামাজ আদায় করার পর মহানবীর (স.) রওজায় করেন। সেখানে তিনি রিয়াজুল জান্নাতে নফল নামাজ পড়েন এবং জিয়ারত করেন; পরে মোনাজাতে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মক্কায় ওমরাহ পালনের পর রোববার স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জেদ্দা থেকে মদিনায় পৌঁছান।

মসজিদে নববীতে শেখ হাসিনা আসরের ও মাগরিবের নামাজ আদায় করবেন এবং সেখানেই ইফতার করবেন।ছোট বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন মদিনায় প্রধানমন্ত্রীর সঙ্গে আছেন।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, মুখ্য সচিব নজিবুর রহমান, পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন রয়েছেন সফরসঙ্গীদের মধ্যে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার ঢাকা থেকে টোকিও যান শেখ হাসিনা। জাপান সফর শেষে ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে শুক্রবার বিকালে তিনি সৌদি আরবে পৌঁছান।

সম্মেলনে অংশ নেওয়ার পর স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে মক্কায় ওমরাহ পালন করেন প্রধানমন্ত্রী। রোববার সকালে তিনি রওনা হন মদিনার পথে। সৌদি আরব সফর শেষে রোববার রাতে মদিনা থেকে সৌদি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে জেদ্দা ফিরে সোমবার ভোরে ফিনলান্ডের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ড সফর শেষে ৮ জুন তার দেশ ফেরার কথা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here