ঈদুল ফিতর দরজায় কড়া নাড়ছে। তাই নাড়ির টানে ঢাকা ছাড়ছেন রাজধানীবাসী। কিন্তু আপন নীড়ে ফেরার পথে আছে নানা দুর্ভোগ। সেই দুর্ভোগে অনেকে অসুস্থ হয়ে পড়েন। যাত্রা পথে অসুস্থতাবোধ করলে কোথাও সহজে মেলে না চিকিৎসক কিংবা ওষুধ। কিন্তু এবার ট্রেনের যাত্রা পথে অসুস্থ হলে নেই কোনো ভয়! মানবিকতার অনন্য উদ্যাগে নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এমন উদ্যাগ প্রথম হলেও যাত্রীদের প্রশংসা কুড়াচ্ছে বাংলাদেশ রেলওয়ে। যদিও উন্নত বিশ্বে এমন সেবা পাওয়া নাগরিকের অধিকার।
এবারের ঈদুল ফিতরে বাড়ি ফেরা মানুষকে সেবা দিতে পাঁচ দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প করেছে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল।
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনের প্লাটফর্মে যাত্রী, পরিচ্ছন্নতা কর্মী ও অসহায় মানুষসহ সবাইকে চিকিৎসা সেবা দিচ্ছেন রেলওয়ে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। গত ৩১ মে থেকে আগামী ৪ জুন পর্যন্ত চলবে এ মেডিকেল ক্যাম্প। শুধু চিকিৎসা সেবাই নয়, বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধও।
প্লাটফর্মের পাশে রেললাইনে পড়ে গিয়ে হাতের কিছু অংশের চামড়া উঠে গেছে ভৈরবের ফুয়াদের। রক্ত বের হতে থাকায় চিন্তিত হয়ে পড়েন তার বাবা হারুন। তিতাস কমিউটার ট্রেনে যাবেন ভৈরব। পরে প্লাটফর্মে মেডিকেল ক্যাম্প দেখে ছেলেকে নিয়ে আসলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা শেষে ওষুধ দেন। পরে হাসি মুখেই বাড়ি ফেরেন ফুয়াদ।
রেলওয়ের পরিচ্ছন্নতা কর্মী নুরজাহান বিবি। তিনিও রেলওয়ের মেডিকেল ক্যাম্পে এসে চিকিৎসা নেন। পরে চিকিৎসারা তাকে ওষুধ দেন।আরেক যাত্রী আবুল কাশেম। যাবেন রংপুর। প্লাটফর্মে হঠাৎ বমি ও অসুস্থতাবোধ করলে রেলওয়ের মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নেন। পরে তাকে ওষুধও দেওয়া হয়।
শুধু ফুয়াদ কিংবা কাশেমই নন, এমন হাজারো বাড়ি ফেরা মানুষকে চিকিৎসা দিয়ে হাসি মুখেই বাড়ি পৌঁছাতে সাহায্য করছে রেলওয়ের মেডিকেল ক্যাম্পের চিকিৎসকারা। ফুয়াদের বাবা হারুন মিয়া বলেন, এটি রেলওয়ে হাসপাতালের মানবিকতার অনন্য উদ্যাগ। তাদের মানবিক এ কার্যক্রম দেখে মনটা ভরে গেলো।
মেডিকেল ক্যাম্পের তথ্য অনুযায়ী, গত ৩১ মে থেকে আগামী ৪ জুন প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ মেডিকেল ক্যাম্প। ৩১ মে থেকে ১ জুন যাত্রীদের সেবা দিচ্ছেন ডা. আব্দুল্লাহ আল সালেহীন (এএস/জামালপুর), আগামী ২ জুন সেবা দেবেন ডা. সুমাইয়া জেবিন সোনিয়া (এএস/বহিঃ বিভাগ/ঢাকা), ৩ ও ৪ জুন সেবা দেবেন ডা. মো. আইয়ুবুর রহমান (এএস/ময়মনসিংহ)।
মেডিকেল ক্যাম্পের দায়িত্বরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল সালেহীন বাংলানিউজকে বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই রেলওয়ে হাসপাতাল এ উদ্যাগ নিয়েছে।
তিনি বলেন, ঈদে আপনজনের সঙ্গে ঈদ করতে লাখো মানুষ ট্রেনে বাড়ি ফেরে। পথিমধ্যে অনেকে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা সেবা পান না। এটি অনুভব করেই মানবিক কল্যাণে আমরা সেবা দিচ্ছি।
শুধু বিমানবন্দর রেলস্টেশন নয়, দেশের সবকটি বড় স্টেশনে মেডিকেল ক্যাম্প বসিয়েছে বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল। ঈদের আগের পাঁচ দিন এ সেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হবে বলেও জানান রেলওয়ের কর্মকর্তারা।