আওয়ামী লীগের ভুল পলিসির কারণে কৃষকরা মাঠের পাকা ধান পুড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেছেন, কৃষকদের প্রতি সরকারের কোনও দয়ামায়া নেই। কারণ, তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। গণতন্ত্র বন্দি থাকায় আজকে সব জায়গায় এতো অনিয়ম। এই বন্দি গণতন্ত্রকে মুক্ত করতে হবে। তার আগে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।
শনিবার (১ জুন) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন। জিয়াউর রহমানের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয় দল এই সভার আয়োজন করে।
এসময় ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সবচাইতে বড় চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সেই গণতন্ত্র আওয়ামী লীগ ধ্বংস করলো বাকশাল করে। আবার তা পুনরুদ্ধার করলেন মেজর জিয়া। এখানেও জিয়াউর রহমানের কাছে আওয়ামী লীগ ব্যর্থ।
জিয়াউর রহমান দেশের অর্থনীতির মূল ভিত্তি স্থাপন করেছেন দাবি করে তিনি আরও বলেন, ‘তিনি (জিয়াউর রহমান) আমাদের জাতিসত্তার পরিচয় দিয়ে গেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদ। এর বিরুদ্ধে অনেকে অনেক কথা বললেও কেউ এটা পরিবর্তন করতে পারেননি। এছাড়া তিনি সংবিধানে বিসমিল্লাহ্ এনেছিলেন। এটাও এখন পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেননি।
খালেদা জিয়ার মুক্তির বিষয়ে এই বিএনপি নেতা বলেন, আইনি লড়াইয়ে দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি হবে না, যার প্রমাণ প্রধানমন্ত্রী দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, তারেক জিয়াকে লাফালাফি করতে নিষেধ না করলে তার মা কোনোদিন কারাগার থেকে মুক্তি পাবে না। প্রধানমন্ত্রী যেদিন মনে করবেন, খালেদা জিয়া মুক্তি পাবে; আর মনে না করলে মুক্তি পাবে না।জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দিন আহমদ, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ ইব্রাহিম বীর প্রতীক, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ প্রমুখ।