খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সন্তানদের একমাত্র সংগঠন কেএমএসএস (KMSS) এর পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সন্তানদের একমাত্র সংগঠন কে এম এস এস (KMSS) কার্যনির্বাহী কমিটি গঠনের মাধ্যমে উক্ত সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এবং পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছে। গত ২২ মার্চ সংগঠনটি বিপুল সংখ্যক খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান ও খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধার উপস্হিতিতে এক সমাবেশের আয়োজন করে। উক্ত সমাবেশে খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পক্ষে জনাব শাহজাহান কবির বীরপ্রতিক কে প্রধান করে একটি পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়।

নির্বাচন কমিশন উপস্থিত খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তানদের সম্মতি ভোটে সভাপতি মোঃ শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসাবে কাজী মাহ্তাব উদ্দিন তৌফিক এবং সহ সভাপতি হিসাবে তুহিন মতিউর হায়দার, মোঃ রইস উদ্দিন রুবেল, মোঃ মোস্তাফিজুর রহমান লালন, জালাল উদ্দিন আহম্মেদ চৌধুরী, ইয়ামিন হাসান, মাহমুদুর রহমান খান বিপ্লব, মোঃ ইয়াসীন আলী কে সহ সভাপতি নির্বাচিত করেন। পরবর্তীকালে আহ্বায়ক কমিটির সদস্যদের এবং সাধারণ সদস্যদের মতামত নিয়ে গত ২৩ মে পূর্ণাঙ্গ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি নির্বাচন কমিশন অনুমোদন করেন। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান সংসদ (KMSS) এর ৩১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি আগামী তিন বছরের (২০১৯, ২০২০, ২০২১) জন্য অনুমোদন দেয়া হয়েছে।

উল্লেখ্য গত ০৭/০৯/২০১৮ এই সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে প্রতিষ্ঠা বা জন্ম শুরু হয়েছিল। “মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয়” এই লক্ষ্য-উদ্দেশ্যকে বুকে ধারণ করে বাংলাদেশর সকল খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ হবার প্রয়াসে গত ০৭ সেপ্টেম্বর ২০১৮ইং দেশের একমাত্র ও প্রথম সংগঠন – “খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা সন্তান সংসদ” সংক্ষেপে (KMSS) ” প্রতিষ্ঠা লাভ করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here