আসিফ-ডলি জুটির নতুন গান

সঙ্গীতপ্রেমিদের বেশ কিছু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আসিফ আকবর ও ডলি সায়ন্তনী। সেই ধারাবাহিকতায় এবারের ঈদ আয়োজনে দর্শক-শ্রোতাদের নতুন গান ভিডিও উপহার দিলেন এই জুটি।

তাদের কণ্ঠের নতুন গানের শিরোনাম ভালোবাসি তোকে। এর কথা লিখেছেন আহমেদ রিজভী। সুর-সঙ্গীতায়োজনে কিশোর দাস। গানের ভিডিওতেও আছে আসিফ-ডলির উপস্থিতি। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী।

ভিডিওর শুটিংয়ে আসিফ-ডলিএ গান প্রসঙ্গে ভিডিও বার্তায় ডলি সায়ন্তনী বলেন, এটি একটি রোমান্টিক গান। আমরা একসঙ্গে নিয়মিত গান করলেও বহুদিন পর একসঙ্গে মডেল হয়েছি। তাও ঈদে আয়োজনে। এজন্য বাড়তি ভালোলাগা কাজ করছে। গানটি নিয়ে আমি বেশ আশাবাদি।

তিনি আরও বলেন, আসিফের সঙ্গে কাজ করাটা আমি খুব উপভোগ করি। এখনো শ্রোতামহলে তার দারুণ গ্রহণযোগ্যতা। যেটা তার সমসাময়িক অনেকেরই এখন নেই। অবশ্য এটা আসিফের অসংখ্য ভক্ত-অনুরাগী এবং গায়কীগুনে হয়েছে। আগামীতেও আসিফের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক। যাতে শ্রোতারা আরও ভালো ভালো গান পেতে পারেন এবং আমরা একসঙ্গে আরও অনেক গান করতে পারি।শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় এসএস মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গান ভিডিওতে প্রকাশ পেয়েছে আসিফ-ডলির ভালোবাসি তোকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here