ফেনী জেলা পরিষদের একমাত্র শিশু পার্কটি সৌন্দর্য্য হারিয়ে নানা সমস্যায় জর্জরিত। সমস্যার কবলে পড়ে অনেকটা অস্তিত্ব হারানোর পথে, নিমার্ণের পর থেকে লাগেনি উন্নয়নের ছোঁয়া। নেই কোন দৃষ্টি নন্দন তোরণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, পার্কটির পূর্ব অংশের গার্ড ওয়াল দেবে যাওয়ায় ঐ অংশ বন্ধ করে রাখা হয়েছে। শুধুমাত্র উত্তর পাড় খোলা রয়েছে। রাইডস গুলোর অবস্থা খুবই জীর্ণশীর্ণ। সবগুলো স্লিপার ভেঙ্গে অকেজো, ঢেকিগুলো অকেজো, নাগর দোলা ভেঙ্গে গেছে। ছাতার বক্স রাইডস নষ্ট ও ভাঙ্গা। শুধুমাত্র দুই আসনের একটি ফুল কাপ ও হেলিকপ্টার, ট্রেন, ঘোড়া ও চেয়ার রাইডস কোন রকম জোড়া তালি দিয়ে চালু আছে। তাছাড়াও জেনারেটর ব্যবস্থা রাইডস চালাতে না পারা। যখন বিদ্যুৎ থাকেনা তখন দর্শনার্থী থাকলেও জেনারেটরের অভাবে রাইড চালানো সম্ভব হয়না। অনেক সময় রাইডস চালু অবস্থায় বিদ্যুৎ চলে যায়। এতে বিপাকে পড়ে কর্তৃপক্ষ ও দর্শনার্থীরা। পার্কের দীঘির অংশে লোহার রিলিং থাকলেও তা অনেকটাই নষ্ট হয়ে গেছে। তাই অনেকে বাচ্চা নিয়ে সেখানে গেলেও আতংকের মধ্যে থাকতে হয়। পার্কের ভিতরে বিভিন্ন ধরণের ফুলগাছ, পাতাবাহার সহ বিভিন্ন প্রজাতির গাছ থাকলেও পরিচর্যার অভাবে গাছগুলো ধংসের পথে। দীর্ঘ দুই দশক আগে যতটুকু আয়তন নিয়ে পার্কটি নির্মাণ করা হয়েছে তা থেকে আয়তনতো বাড়েনি বরং মাটি দেবে যাওয়ায় পূর্ব অংশ বন্ধ করে দেয়া হয়েছে। নতুন ও আধুনিক রাইড না থাকায় দশনার্থীরা অন্য পার্কের দিকে ঝুঁকছে। শিশু পার্ক হলেও বর্তমানে শিশুতোষ কোন রাইড নাই বললেই চলে। তাই অনেক অভিভাবকই পার্কে গিয়ে হতাশ হয়ে ফিরে আসেন।
আবার পার্কটিতে সকাল বেলায় দেখা যায় ভিন্ন চিত্র। শিশু পার্ক হলেও শিশুর বদলে স্কুল-কলেজ পড়–য়া কপোতকপতিকে জোড়ায় জোড়ায় আপত্তিকর অবস্থায় দেখা যায়। যদিও পার্ক এর দেয়ালে ইউনিফর্ম পরে প্রবেশ নিষেধ লিখা আছে, কিন্তু বাস্তবে তা মানা হয় না।
দর্শনার্থী অভিভাবক আকলিমা জাহান জানান, বাচ্চা নিয়ে ঘুরতে এসেছেন, কিন্তু শিশুতোষ আধুনিক কোন রাইডস না থাকায় হতাশা প্রকাশ করে বলেন, জেলা পরিষদের একমাত্র শিশু পার্কটির এমন করুণ দশা সত্যিই মানতে কষ্ট হয়।
আরেক অভিভাবক দর্শনার্থী মো. ওবাইদুল্লাহ শিশু পার্কটিকে অশ্লীলতামুক্ত করে শিশুদের উপযোগী করে সংস্কার করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানান।
শহরের বাসিন্দাদের যান্ত্রিক কোলাহল থেকে মুক্ত করে একটু স্বস্থির নিঃশ্বাস নেয়ার জন্য প্রায় প্রতিটি জেলায়ই জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন মনোমুগ্ধ পার্ক রয়েছে। কিন্তু ব্যতিক্রম ফেনীতে। একটি মাত্র পার্ক থাকলেও সংস্কারের অভাবে সেটি অস্থিত্ব হারানোর পথে থাকবে এমনটি মানতে নারাজ ফেনীবাসী।পার্কের ম্যানেজার এমরান চৌধুরী মহিন জানান, পার্কটিতে ১২ জন লোক কর্মরত আছেন। তাদের বেতন-ভাতা বাবদই মাসিক প্রায় ৬০ হাজার টাকা পরিশাধ করতে হয় ইজারাদারকে। দীর্ঘ দিন সংস্কার না হওয়া, সৌন্দর্য্য বর্ধন না করা এবং নতুন ও আধুনিক রাইডস না থাকায় কমছে দর্শনার্থী সেই সাথে লোকসান গুনছে ইজারাদার। তিনি আরও জানান পার্কটি চালুর পর এই রাইডস গুলো স্থাপন করা হলেও এর কোন মেরামত বা উন্নয়ন করা হয়নি, তাই ধীরে ধীরে আজ অস্থিত্ব হারানোর পথে।ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী বলেন, পার্কটি সংস্কারে সহসাই উদ্যোগ নেয়া হবে।