এবার আশানুরূপ রেকর্ড সংখ্যাক ডিম মিলেনি হালদায়!

0
0

মেঘের গর্জন, ভারী বর্ষণ, পাহাড়ি ঢল, ঘোলা পানি-সবকিছু মিলিয়ে ডিম ছাড়ার অনুকূল পরিবেশ সৃষ্টি হওয়ায় গত শনিবার রাতে হালদা নদীর বিস্তীর্ণ এলাকায় রুই জাতীয় (রুই, কাতাল, মৃগেল ও কালিবাইশ) মা মাছ দ্বিতীয় দফায় নমুনা ডিম ছাড়ে। প্রায় দেড় মাস ধরে ডিম সংগ্রহের অপেক্ষায় নৌকা, জাল ও বালতিসহ নানা সরঞ্জাম নিয়ে হালদা পাড়ে অপেক্ষার গ্রহর গুনছিলেন শত শত ডিম সংগ্রহকারীরা। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসনও বেশ তৎপর ছিল। দিনরাত হালদা নদীতে নিয়মিত অভিযান চালিয়ে মা মাছ সংরক্ষণ করতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, ঘেরা-ভাসা জাল ও ইঞ্জিন চালিত নৌযান এবং ড্রেজার ধ্বংস করেছে। এছাড়া ডিম থেকে রেণু তৈরির কুয়া সংস্কার, কুয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থাসহ গ্রহণ করা হয়েছে নানা উদ্যোগ।

গত শনিবার রাত পৌনে ৯টা থেকে হালদার চারটি পয়েন্টে মা মাছ ডিম ছাড়তে শুরু করে। তবে রাত ১২টার দিকে পূর্ণমাত্রায় ছাড়ার পর শত শত ডিম সংগ্রহকারী জাল ফেলে ডিম সংগ্রহে নেমে পড়েন। রাত থেকে ভোর পর্যন্ত শত শত মৎস্যজীবী ২ শতাধিক নৌকা নিয়ে ডিম সংগ্রহ করেন। তবে উপজেলা প্রশাসনের ব্যাপক তৎপরতার পরওআশানুরূপ ডিম মিলেনি হালদায়। এ বছর সংগৃহীত ডিমের পরিমাণ আগের বছরের তুলনায় প্রায় এক তৃতীয়াংশ। যেখানে গত বছর ২০১৮ সালে ডিম সংগ্রহ করা হয়েছিল রেকর্ড পরিমাণ প্রায় ২২ হাজার ৬৮০ কেজি। এরআগে ২০১৬ সালে আরো বেশি প্রায় ৩২ হাজার ৭২৪ কেজি। তবে এ বছর শুধুমাত্র ৭ হাজার কেজি বলে জানান সংশ্লিষ্টরা। ফলে এ বছর আশানুরূপ ডিম আহরণ করতে না পারায় ডিম সংহকারীরা হতাশ।

গত ৫ বছরের পরিসংখ্যানে দেখা গেছে, এপ্রিলে মা মাছ সাধারণত প্রথম দফায় ডিম ছাড়ে। এরপর মে ও জুনে দ্বিতীয় দফায় ডিম ছাড়ে। ২০১৭ সালে ২২ এপ্রিল ১ হাজার ৬৮০ কেজি, ২০১৬ সালের ২ মে ৭৩৫ (নমুনা ডিম) কেজি, ২০১৫ সালের ২১ এপ্রিল প্রথম দফা ও ১৩ জুন দ্বিতীয় দফায় ২ হাজার ৮০০ কেজি, ২০১৪ সালের ১৯ এপ্রিল ১৬ হাজার ৫০০ কেজি এবং ২০১৩ সালে ৬ এপ্রিল ৪ হাজার ২০০ কেজি ডিম সংগ্রহ করা হয়। ২০১৬ সালের এপ্রিলে হালদাতে তিন দফা নমুনা ছাড়লেও শেষ পর্যন্ত ডিম ছাড়েনি মা মাছ।

নদী থেকে আশানুরূপ ডিম সংগ্রহ করতে না পারায় ডিম সংগ্রহকারীদের চোখে-মুখে হতাশার ছাপ লক্ষ্য করা গেছে। হালদা পাড়ের এক ডিম সংগ্রহকারী জানান, এ বছর ডিমের পরিমাণ অনেক কম। আগের বছরের (২০১৮) তুলনায় এক তৃতীয়াংশ। মাত্র ৭ হাজার কেজির মত হবে। অথচ ১০ বছরের রেকর্ডকে ছাড়িয়ে গত বছর হালদা থেকে সংগ্রহ করা হয়েছিল ২২ হাজার ৬৮০ কেজি। ওই বছর আমরা প্রতি নৌকায় সর্বনিম্ন ৩ কেজি থেকে সর্বোচ্চ ৮ কেজি করে ডিম সংগ্রহ করেছিলাম। সে তুলনায় আমরা এ বছর একেবারে শেষ হয়ে গেছি। যদি সংগৃহীত ডিম ঠিকভাবে পরিস্ফুটন করা যায়, তাহলে হয়তো কোন রকমে খরচটুকু উঠবে।

হালদা গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরিয়া বলেন, শনিবার রাতে জোয়ার আসার পর মা মাছ ডিম ছেড়ে দিয়েছে। তবে পরিমাণে একেবারেই কম। করণ অবৈধভাবে ড্রেজার দিয়ে হালদা থেকে বালু উত্তোলন, ঘেরা-ভাসা জাল দিয়ে মা মাছ নিধন, ইঞ্জিন চালিত নৌযান ও ড্রেজারের পাখার আঘাতে অনেক মা মাছের মৃত্যু এবং রুই জাতীয় মা মাছের অবাধ বিচরণে বাঁধা সৃষ্টি হয়েছে। এছাড়া অপরিকল্পিত রাবার ড্যাম, পাহাড়ে তামাক চাষ, হালদা বেড়িবাঁধ নির্মাণ কাজে ব্যবহৃত পাথরের ব্লক ও এপ্রিল মাসের দিকে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় এমনটা হয়েছে। দ্বিতীয় দফায় মা-মাছ ডিম ছাড়বে কিনা এমন প্রশ্নের জবারে তিনি বলেন, আশা করা যেতে পারে। তবে দ্বিতীয় দফা ডিম ছাড়ার সম্ভবনা খুবই কম।

এ ব্যাপারে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমীন বলেন, হালদায় নিবিঘœভাবে মা মাছ যাতে চলাচল করতে পারে, তাই প্রতিদিন ড্রেজার দিয়ে হালদা থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, অবৈধ জাল ও ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস এবং মাছ শিকারীদের বিরুদ্ধে রাতদিন অভিযান পরিচালনার মাধ্যমে যুদ্ধ করেছি। গত সাত মাসে প্রায় ১ লক্ষ ঘনফুট বালু, ১ লক্ষ ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছি। ধ্বংস করা হয়েছে ৫টি ড্রেজার, ৮টি বালু উত্তোলনকারী ইঞ্জিন চালিত নৌকা। জরিমানা করে আদায় হয়েছে নগদ ৫০ হাজার টাকা। দুই জনকে একমাস করে কারাদন্ড এবং জব্দকৃত বালু নিলামে বিক্রয় করে ২ লক্ষ ২৫ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছি।

তিনি আরও বলেন, মাছুয়া ঘোনা, শাহ মাদারি এবং মদুনাঘাটসহ ৩টি হ্যাচারির ১০৮টি কংক্রিট ও ১০টি প্লাস্টিকের কুয়ায় হালদার ডিম সংরক্ষণের ব্যবস্থা ছিল। তবে প্রায় ৫ বছর ধরে সংস্কারের অভাবে এসব কুয়ার ৪৫টি নষ্ট হয়ে যায়। গত দেড় মাস আগে নষ্ট হওয়া কুয়াগুলো আমরা সংস্কার করেছি। ডিম ফোটানোর কাজে সহযোগিতার জন্য সরকারি তিনটি হ্যাচারির ১১৩টি কুয়া প্রস্তুত আছে। এর বাইরে ব্যক্তিগত পর্যায়ে মাটির তৈরি ১৪১টি কুয়াতেও চলছে ডিম ফোটানোর কাজ। প্রয়োজনে আরও কুয়া তৈরি করে দেবে উপজেলা প্রশাসন। হালদায় ডিম সংগ্রহকারীদের সর্বোচ্চ সহায়তা দিয়েছি এবং দিয়ে যাব।

তিনি বলেন, আমি বেশ কিছু ডিম সংগ্রহকারীর সাথে কথা বলেছি। তাদের মত, হয়তো গত বছরের চাইতে কম পেয়েছে ঠিক, তবে এর আগের তিন-চার বছরের চাইতে ভালো পেয়েছি। এছাড়া হাটহাজারী অংশে তিন হ্যাচারির প্রায় ৩০-৫০ জন ডিম সংগ্রহকারীর সাথে কথা বলে নিশ্চিত হয়েছি, এবার ডিমের কোয়ালিটি ভাল অর্থাৎ ডিম হৃষ্টপুষ্ট এবং সকলেই পর্যাপ্ত ডিম পেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here