সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে করা আইসিটি মামলার প্রতিবেদন আদালতে জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ রোববার রাজধানীর সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। দুপুরে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন পিবিআইয়ের প্রধান পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার।
বনজ কুমার মজুমদার বলেন, সোনাগাজীর সাবেক ওসির বিরুদ্ধে নুসরাতকে আপত্তিকর প্রশ্ন করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এছাড়া সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও আসামিদের জবানবন্দি নেওয়া শেষ হয়েছে। চলতি মাসে নুসরাত হত্যা মামলার চার্জশিট জমা দেওয়া হবে বলেও জানান পিবিআইয়ের প্রধান।
গত ৬ এপ্রিল নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় যান। এ সময় মাদ্রাসার এক ছাত্রী তার বান্ধবী নিশাতকে ছাদের ওপর কেউ মারধর করছে-এমন সংবাদ দিলে তিনি ওই বিল্ডিংয়ের চার তলায় যান। সেখানে মুখোশ পরা চার থেকে পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। তবে অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় ওইদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।