ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থায় আছে এবারের সড়ক : কাদের

0
0

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়ক এবার ইতিহাসের সবচেয়ে ভালো অবস্থায় আছে। ঈদযাত্রায় যানজট হওয়ার কোনো কারণ নেই।

রোববার রাজধানীর মতিঝিলে বিআরটিসির প্রধান কার্যালয়ে ঈদের বিশেষ সার্ভিস ও অবসরপ্রাপ্তদের পাওনা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, এই সরকার কৃষকবান্ধব। কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় এমন কিছু সরকার করবে না। ধানের ন্যায্যমূল্য নিশ্চিতে যা যা দরকার, তা করা হবে বলেন জানান তিনি।তিনি বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থতার পর সরকারের সমালোচনা না করলে বিএনপির রাজনীতি টিকে না। বিএনপির সমালোচনায় সত্যতা থাকলে সরকার নিজেদের সংশোধন করবে বলেও মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আন্দোলন রাজনৈতিক হলে আমরা রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। সহিংসতা হলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীই মোকাবিলা করবে বলে হুঁশিয়ারি দেন কাদের।

সেতুমন্ত্রী বলেন, ঈদের সময় দুর্ভোগের জায়গাগুলোতে এবার যাত্রা অনেক সহজ ও স্বস্তির হবে। তবে গাজীপুরে সড়কে সমস্যা রয়েছে। আমি বলে দিয়েছি, গাজীপুরের সড়কে ঈদ পর্যন্ত কোনও পাইলিং হবে না। এখানে কিছুটা অস্বস্তির কারণ হতে পারে। এছাড়া, বাকি রাস্তা যান চলাচল উপযোগী রয়েছে। পরিবহনগুলো যদি শৃঙ্খলা মেনে চলে তাহলে সড়কে যানজট থাকার কথা নয়।ওবায়দুল কাদের বলেন, সড়কপথে একটা স্বস্তিদায়ক যাত্রা যেন নিশ্চিত করতে পারি, সেজন্য এসেছি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সড়ক পরিবহনে বৈজ্ঞানিক পরিবর্তন শুরু হয়েছে।

তিনি বলেন, বিআরটিসির বহরে নতুন গাড়ি সংযুক্ত হয়েছে। ঈদের আগে ২৭১টি বাস যুক্ত হবে। ৫০০টি ট্রাকের মধ্যে ৪৮০টি চলে এসেছে। নতুন গাড়িগুলো ছাড়াও এবারের ঈদে সর্বমোট এক হাজার ৮৯টি গাড়ি চলবে।মন্ত্রী বলেন, বিআরটিসি দেউলিয়া হলে আপনারাও দেউলিয়া হয়ে যাবেন। বিআরটিসিকে আমি দেউলিয়া প্রতিষ্ঠান হিসেবে দেখতে চাই না। বিআরটিসির বাসগুলো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এসি নষ্ট হয়ে যায়, জানালার কাচ থাকে না, এটা কেন? যারা এর দায়িত্বে আছেন তারা কি দেখেন না? বিআরটিসিতে নতুন ৬০০ গাড়ি এসেছে। আরও ছয় হাজার এলেও সমস্যার সমাধান হবে না, যদি শৃঙ্খলায় না আসি। ঈদের সময় বিআরটিসিতে ভাড়া বেশি আদায়ের অভিযোগ আছে। সরকারি গাড়িতে যদি এমন হয়, তাহলে বেসরকারি গাড়ির কী হবে?

বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমদ ভূঁইয়া বলেন, গত ২০ মে থেকে বিআরটিএর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ২৭ মে থেকে স্পেশাল সার্ভিস শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here