দুই দেশের কূটনৈতিক উত্তেজনার মধ্যে পাকিস্তানি নাগরিকদের বাংলাদেশে আসার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন। ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) মোহাম্মদ ইকবাল হোসেনের ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন চার মাসের বেশি সময় ধরে আটকে (পেন্ডিং) রাখার প্রতিবাদে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একটি কূটনৈতিক সূত্র সোমবার রাতে ইউএনবিকে নিশ্চিত করেছে। ওই সূত্র জানায়, ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য কূটনীতিক ইকবাল হোসেন চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন জানানোর পরও কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
ইসলামাবাদে নিযুক্ত এক কূটনীতিক বলেন, ‘গত বছরের নভেম্বরে ভিসা কর্মকর্তার পদ শূন্য হওয়ায় ভারপ্রাপ্ত হিসেবে ইকবাল ওই দায়িত্ব পালন করে আসছিলেন।’
‘প্রতিবাদ হিসেবে তিনি (ইকবাল) এক সপ্তাহ ধরে পাকিস্তানি নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছেন’ জানিয়ে ওই কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘তবে আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে এটা বন্ধ রাখা হয়নি।’ কর্মকর্তারা জানান, বাংলাদেশি কূটনীতিক ইকবাল তাঁর মেয়েকে নিয়ে ইসলামাবাদে রয়েছেন, অপরদিকে তাঁর স্ত্রী ও ছেলে ঢাকায় রয়েছেন। ভিসার মেয়াদ বৃদ্ধির জন্য চলতি বছরের ৯ জানুয়ারি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর আবেদন জানান ইকবাল। সেখান থেকে আবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। অন্যদিকে ইকবালের স্ত্রী ও ছেলে ঢাকায় পাকিস্তান দূতবাসে ভিসার আবেদন জানালেও তাঁদের ভিসা এখনো অনুমোদন দেওয়া হয়নি।
অপর এক কূটনৈতিক সূত্র বলেন, ‘যতদূর জানি ঢাকার পাকিস্তান হাইকমিশন ভিসা দেওয়ার কথা বলে তাদের (ইকবালের স্ত্রী ও ছেলে) ডেকেছিল। কিন্তু ভিসা নিতে গেলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রেখে আবার পরবর্তী দিন যেতে বলা হতো। এমনটা তিনবার হয়েছে।’
পাকিস্তানের পক্ষ থেকে ভিসার মেয়াদ বৃদ্ধির আবেদন অনুমোদন দেওয়া হবে বলে আশ্বস্ত করা হলেও চলতি বছরের ৩০ মার্চ ইকবালের ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। এ বিষয়টি নিয়ে বারবার বৈঠক ও চিঠি চালাচালি হলেও সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলেও কূটনীতিক সূত্র জানিয়েছে। এদিকে কূটনৈতিক সূত্র জানায়, গত বছরের মার্চ থেকে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সাকলাইন সায়েদার নাম বারবার প্রস্তাব করলেও বাংলাদেশ সেই প্রস্তাব বাতিলও করেননি, আবার গ্রহণও করেননি।