চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কোটি টাকা মূল্যের প্রায় সোয়া ১১ কেজি স্বর্ণবারসহ মো. শাহজাহান নামে একজনকে আটক করেছে কাস্টমস। রোববার (১৯ মে) বিকেল ৫টায় রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড থেকে চট্টগ্রামে আসার পর তাকে স্বর্ণসহ আটক করা হয়। শাহজাহানের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। কাস্টমস কর্মকর্তারা জানান, একাধিকবার বিদেশ ভ্রমণের কারণে আগে থেকেই কাস্টমস কর্মকর্তাদের সন্দেহের তালিকায় ছিলেন শাহজাহান। বিমানবন্দরে আসার পর তার পরনের ব্লেজারে তল্লাশি চালিয়ে একে একে ১১ কেজি স্বর্ণ জব্দ করা হয়। স্বর্ণবারগুলো দুবাই থেকে কৌশলে থাইল্যান্ড হয়ে বাংলাদেশে পাচার করা হয়। শাহজাহানের বিরুদ্ধে শুল্ক আইনে মামলা হয়েছে। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।