সৌম্য সরকারের ঝোড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু

0
37

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জয় পেতে বন্ধুর পথ পাড়ি দিতে হচ্ছে বাংলাদেশ দলকে। ডার্ক ওয়ার্থ লুইস (ডিএল) পদ্ধতিতে ২৪ ওভারে মাশরাফিদের করতে হবে ২১০ রান। ব্যাটিংয়ে নেমে সৌম্য সরকারের ঝোড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ।

বৃষ্টির কারণে ৫০ ওভারের খেলা দাঁড়িয়েছে ২৪ ওভারে। এর আগে ২০ ওভার ১ বল খেলা হওয়ার পর খেলা বন্ধ হয় বৃষ্টির কারণে। পরে নির্ধারিত ওভার খেলে ১৫২ রান করে মাঠ ছাড়ে উইন্ডিজরা। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকেন সৌম্য। মাত্র ২৭ বলে অর্ধশতক করেন তিনি। তবে আজ ওপেনার তামিমকে নিজ ফর্মে দেখা যায়নি। ব্যর্থ হয়েছেন সাব্বির রহমানও। তামিম ১৩ বলে ১৮ ও সাব্বির ০ রানে আউট হন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৯ ওভারে দুই উইকেট হারিয়ে ৯১ রান। ক্রিজে আছে সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। এর আগে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় খেলা শুরু হয়। বৃষ্টির আগ পর্যন্ত ২০ ওভার এক বলে ওয়েস্ট ইন্ডিজ কোনো উইকেট না হারিয়ে ১৩১ রান সংগ্রহ নিয়ে মাঠে নামে। পরে তিন ওভার পাঁচ বলে ক্যারিবীয়রা যোগ করেন ২১ রান। উইন্ডিজদের দলীয় স্কোর ১৫২ রান হলেও ডিএল মেথডে টার্গেট দাঁড়ায় ২১০ রানের। ক্যারিবীয়দের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন শাই হোপ। আম্ব্রিস ৬৯ ও ব্রাভো তিন রানে অপরাজিত থাকেন। টাইগারদের হয়ে মেহেদী মিরাজ নেন ১ টি উইকেট।

ডাবলিনের মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে আজ শুক্রবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হয় ম্যাচটি। শিরোপা নির্ধারনী এই ম্যাচে টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। ফাইনালে খেলতে নামার আগে টাইগারদের জন্য বড় দুঃসংবাদ হয়ে দাঁড়ায় সাকিবের না থাকাটা। অবশ্য গতকালই ফিজিওর কথায় আঁচ পাওয়া গিয়েছিল সাকিব খেলতে পারবেন না ফাইনাল। শেষ পর্যন্ত সামনে বিশ্বকাপের কথা বিবেচনা করে তাকে বিশ্রামেই রেখেছে টিম ম্যানেজমেন্ট।

এই ম্যাচে চার পরিবর্তন নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। সাকিব ছাড়াও এই ম্যাচে একাদশে জায়গা পাননি আয়ারল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত খেলা লিটন দাস ও আবু জায়েদ রাহী। এ ছাড়া বাদ পড়েছেন রুবেল হোসেন। এই ম্যাচে একাদশে এসেছেন মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here