মান্নাকে বগুড়া-৬ আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব বিএনপির

0
0

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে বগুড়া-৬ শূন্য আসনে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। দলের হাইকমান্ড থেকে এ প্রস্তাব দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়। প্রস্তাবের ক্ষেত্রে দলে যোগ দেওয়ার শর্ত জুড়ে দিয়েছে বিএনপি।

নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির একজন দায়িত্বশীল নেতা বলেন, বিএনপির পক্ষ থেকে মাহমুদুর রহমান মান্নার কাছে আগ্রহের কথা বলা হয়েছে। তবে দলে যোগ দেওয়ার বিষয়টিকে নাগরিক ঐক্য ‘আলোচনার বিষয়’ বলেই মনে করে না। একইসঙ্গে নির্বাচন সুষ্ঠু হবে কিনা, এর গ্যারান্টিও চেয়েছেন মান্না। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে পরিষ্কার কোনও জবাব পায়নি নাগরিক ঐক্য।এ বিষয়টি জানতে চাইলে মাহমুদুর রহমান মান্না বলেন, আলোচনা হয়েছে। কিন্তু এখনো চুড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে জানাতে পারবেন।
স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, বগুড়া-৬ আসনে আমাদের উপনির্বাচন করার সম্ভাবনা আছে। যেহেতু মির্জা ফখরুল নির্বাচন করতে নারাজ, সে কারণে অন্য প্রার্থী ঠিক করতে হবে। আমরা এখনও তা ঠিক করিনি।

বিএনপির দায়িত্বশীল সূত্র বলছে, মাহমুদুর রহমান মান্না প্রার্থী না হলে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী তিনজনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও বিশেষ সম্পাদক ড. বিএনপির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন।

তবে এ বিষয়ে শামসুজ্জামান দুদু বলেন, আমার নির্বাচনে প্রার্থী হওয়ার খবর সঠিক নয়। এছাড়া দল এখন নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটাও সিদ্ধান্ত হয়নি। কারণ, আমরা এই সংসদে একদিকে যেমন শপথ নিয়েছি, অন্যদিকে কিন্তু শপথ না নেওয়ার বিষয়ও ছিল।

ড. আসাদুজ্জামান রিপন বলেন, এ সরকার যে রকম নির্বাচন করে, তাতে ব্যক্তিগতভাবে আমি নির্বাচন করার পক্ষে নই। তবে দল যদি সংসদের সীমিত সুযোগের সর্বোচ্চ ব্যবহারের চিন্তা করে আমাকে বগুড়া থেকে উপনির্বাচন করার নির্দেশ দেয়, তাহলে প্রার্থী হবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here