পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ শিক্ষককে মারধরের ঘটনায় মামলা ঃ এজাহারভুক্ত দুই আসামী গ্রেপ্তার

পাবনা সরকারি শহীদ বুলবুল কলেজ শিক্ষক মাসুদুর রহমানকে মারধর ও লাঞ্চিত করার ঘটনায় বুধবার রাতে কলেজ অধ্যক্ষ এস এম আব্দুল কুদ্দুস বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় সজল ইসলাম ও শাফিন শেখ নামের দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামী করা হয়। মামলার পর রাতেই অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামী সজল ও শাফিন কে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে এ ঘটনায় কলেজ শাখা ছাত্রলীগের কার্যক্রম স্থগিত করেছে বলে জানা গেছে। জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক মোবাইল মোবাইলে এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য যে, ৬ মে সরকারি শহীদ বুলবুল কলেজের ১০৬ নং কক্ষে এইচএসসি উচ্চতর গণিত পরীক্ষা চলাকালে সরকারি মহিলা কলেজের দুজন পরীক্ষার্থী অসাদুপায় অবলম্বন করছিলো। এ সময় ওই কক্ষের পরিদর্শক সরকারি শহীদ বুলবুল কলেজের প্রভাষক মাকসুদুর রহমান তাদেরকে নিবৃত্ত করতে না পেরে এক পর্যায়ে খাতা কেড়ে নেন। এ ঘটনার জের ধরে গত ১২ মে দুপুরে শিক্ষক মাকসুদুর রহমান কলেজ থেকে মোটর সাইকেল যোগে বেরিয়ে যাওয়ার সময় ছাত্রলীগনের ক্যাডাররা তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারিরা তাকে কিল ঘুষি লাথিসহ বেদম মারপিট করে। মারপিটের সিসি টিভি ফুটেজ সামাজিক যোগোযোগ মাধ্যমে ভাইরাল হয়। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক জানান, বিষয়টি স্পর্শকাতর । মামলার প্রেক্ষিতে পুলিশ রাতেই দুইজনকে গ্রেপ্তার করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here