খাদ্য ভেজাল নির্মূলে কাজ করছে ১৯টি মন্ত্রণালয় : মন্ত্রী

0
0

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ভেজাল নির্মূলে ১৯টি মন্ত্রনালয় কাজ করছে। এজন্য সারা বাংলাদেশে ৪৬৫টি সংস্থা রয়েছে। যারা ভেজাল দেয় তারা শত শত মানুষকে তিলে তিলে ক্ষয় করছে। এটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয়। যার জন্য প্রধানমন্ত্রী খাদ্য নিরাপদ আইন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তৈরি করে পরিচালনা করছেন।

বৃহস্পতিবার নওগাঁ সার্কিট হাউজ মিলনায়তনে জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী বলেন, আগে মানুষকে না খেয়েও থাকতে হয়েছে। আগে মঙ্গা ছিল। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ন। আগে পেট ভরলেই সন্তুষ্ট হতাম। এখন কম খেয়েও সন্তুষ্ট হতে পারি যদি আমরা পুষ্টি ও নিরাপদ খাদ্য খাই। এখন আমরা সেখানে গেছি। প্রতিটি মানুষের মাথায় সেই চিন্তা ঢুকেছে বলেই আমরা নিরাপদ খাদ্য নিয়ে চিন্তা করছি। ভেজাল নিয়ে উঠে পড়ে লেগেছি।

সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, জঙ্গিবাদ, মাদক ও বাল্যবিবাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। এবার নির্বাচনী ইশতেহারে ভেজালবিরোধী নিরাপদ খাদ্য নিশ্চয়তা বিধান করা সাংবিধানিক অঙ্গীকার। ভেজালবিরোধী আইন পাস হয়েছে, সেই হিসেবে কাজ চলছে। যার যার অবস্থান থেকে প্রত্যেককে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান তিনি।

নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে পুলিশ সুপার ইকবাল হোসেন, ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান, ১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ প্রমুখ বক্তব্য দেন। ওই সময় জেলার সব বিভাগের কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here