বিড়ির কর প্রত্যাহার সহ ১০দফা দাবীতে গাজীপুরে বিড়ি ভোক্তাদের বিক্ষোভ ও মানববন্ধন ॥

0
39

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিড়ির উপর সম্পুর্ন কর প্রত্যাহার সহ ১০ দফা দাবীতে মঙ্গলবার মানব বন্ধন করেছে বিড়ি ভোক্তারা।

দুপুর দুইটার দিকে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিড়ি ভোক্তারা মানববন্ধন ও সমাবেশ করেছে। বিভিন্ন প্রকার ব্যানার, ফেস্টুন নিয়ে বিড়ি ভোক্তারা প্রায় ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এ কর্মসূচিতে অংশ নেন। এসময় বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মোঃ ইদ্রিস আলীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বিড়ির উপর ধার্য্যকৃত ট্যাক্স প্রত্যাহার করে বেনসনসহ অন্যান্য সিগারেটের উপর ট্যাক্স ও মূল্য বৃদ্ধির দাবী জানান। বিড়ি ভোক্তারা ভারতের মত এদেশেও বিড়িকে কুটির শিল্পের মর্যাদা দেওয়ারও দাবী জানান। এসময় বিড়ি ভোক্তা পক্ষের সম্পাদক নজরুল ইসলাম মিরন, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান, হাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, শাহাদত হোসেন ও নুর আলম প্রমূখ বক্তব্য রাখেন।

মানব বন্ধন শেষে একটি র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাওয়াল রাজবাড়ী এলাকাস্থ গাজীপুর প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here