তিউনিসিয়ায় নৌকা ডুবিতে বাংলাদেশি নিয়ে এখনও কোনো তথ্য নেই। তবে জানা গেছে ৩৭ জন বাংলাদেশি এ দুর্ঘটনায় মারা গেছেন।পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন সোমবার (১৪ মে) কৃষিবিদ ইন্সটিটিউটে একটি সেমিনার শেষে এসব কথা বলেন।
তিনি বলেন, তিউনিসিয়ায় উপকূলে নৌকা ডুবিতে নিহত ও উদ্ধার পাওয়া বাংলাদেশিদের সন্ধানে লিবিয়ায় বাংলাদেশ রাষ্ট্রদূত ও আরও একজন রওনা হয়েছেন। তবে এখনও তারা সঠিক তথ্য জানাতে পারেনি।এ দুর্ঘটনায় প্রায় ৩৭ জন বাংলাদেশি অভিবাসী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) গভীর রাতে লিবিয়ার উপকুল থেকে ৭৫ জন অভিবাসী একটি বড় নৌকায় করে ইটালির উদ্দেশে রওনা হয়। গভীর সাগরে তাদের বড় নৌকাটি থেকে অপেক্ষাকৃত ছোট একটি নৌকায় তোলা হলে কিছুক্ষণের মধ্যে সেটি ডুবে যায়।
তিউনিসিয়া রেড ক্রিসেন্টের বরাত দিয়ে বেঁচে যাওয়া লোকজন জানিয়েছে, রাবারের তৈরি ‘ইনফ্লেটেবেল’ নৌকাটি ১০ মিনিটের মধ্যে ডুবে যায়।
শনিবার (১১ মে) তিউনিসিয়ার জেলেরা ১৬ জনকে উদ্ধার করে সকালে জারযিজ শহরের তীরে নিয়ে আসে। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ১৪ জন বাংলাদেশি। তারা জানায়, ঠান্ডা সাগরের পানিতে তারা প্রায় আট ঘণ্টা ভেসে ছিল।অভিবাসীরা জানায়, নৌকাটিতে ৫১ জন বাংলাদেশি ছাড়াও তিনজন মিশরীয় এবং মরক্কো, শাদ এবং আফ্রিকার অন্যান্য কয়েকটি দেশের নাগরিক ছিল।