বাংলাদেশের ক্রিকেটে কদিন ধরে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে, বিশ্বকাপের দল থেকে বাদ পড়তে পারেন পেসার আবু জায়েদ রাহি। বিষয়টা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসানও তা নিয়ে কথা বলতে বাধ্য হয়েছেন। কোনো ম্যাচ না খেলিয়ে এই তরুণ পেসারকে ছুড়ে ফেলার পক্ষে নন তিনি।
এই আলোচনা যখন তুঙ্গে, তখনই ওয়ানডে অভিষেক হচ্ছে রাহির। ত্রিদেশীয় সিরিজে ওয়েস্ট ইন্ডিজের নিজেদের দ্বিতীয় ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন তিনি। অবশ্য রাহি এর আগে পাঁচটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।
এ ম্যাচে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ। দলের একাদশেই এসেছে একটি করে পরিবর্তন। ইনজুরির কারণে বাংলাদেশ দল থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তাঁর বদলে সুযোগ পাওয়া পেসার রাহির এই ম্যাচ দিয়েই ওয়ানডে ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলে ডানহাতি দ্রুতগতির পেসার শ্যানন গ্যাব্রিয়েলের বদলে সুযোগ পেয়েছেন বাঁহাতি পেস বোলিং অলরাউন্ডার র্যামন রেইফার।
শনিবার স্বাগতিক আয়ারল্যান্ডকে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে ক্যারিবীয়রা। দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তাদের ঠিক পরেই আছে বাংলাদেশ। সবার নিচে আছে স্বাগতিক আয়ারল্যান্ড। আজকের ম্যাচে জিতলেই ফাইনাল নিশ্চিত হবে টাইগারদের।
আয়ারল্যান্ডের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেলে দুই পয়েন্ট পায় বাংলাদেশ দল।আজকের ম্যাচের আগে অনুশীলনের সময় কোমরে ব্যথা পান অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। বিশ্বকাপ স্কোয়াডে থাকা দলের গুরুত্বপূর্ণ এই সদস্যকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। তাই আজকের ম্যাচে সুযোগ পেয়ে যান পেসার রাহি।