ফলজ গাছে আগুন, প্রকল্পের নামে হরিলুট

0
71

মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের সাতগাভিয়া খালের পলি অপসারন প্রকল্পের নামে চলছে হরিলুট। পলি অপসারনের পরিবর্তে চলছে খালপারের ফলজ ও কাঠগাছ কেটে ও আগুন দিয়ে নিধন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েও প্রতিকার হয়নি। সাতগাভিয়া বিল পাবসস লি: প্রকল্পের নামে বিলের পলি অপসারনের নামে হচ্ছে হরিলুট, গ্রামে আছে থমথমে ভাব যেকোন সময় ঘটতে পারে দুই দলের সংঘর্ষ। ভেকু দিয়ে খালের পলি অপসারন শুধু নামেই চলছে, বাস্তবতার সাখে কোন মিল নাই। সরোজমিনে যেয়ে দেখা যায় খালপারের শত শত কাঠের গাছ ও ফলজ গাছ কেটে ফেলছে কমিটির লোকজন। কেউ বাধা দিলেই স্থানীয় আওয়ামীলীগ নেতা দামোদরদী গ্রামের সিরাজ ও বাদশা মন্ডল ভুক্তভুগিদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিচ্ছে।

শুধু ভয় দেখিয়েই শান্ত হয়নি সন্ত্রাসীরা হালিমার ফলজ গাছে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সিরাজ ও বাদশা মন্ডল রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোতালেব মৃধার নির্দেশেই গাছে আগুন দেয় বলে অভিযোগ পাওয়া যায়। গাছে আগুন দেওয়ার প্রতিবাদ করায় মোতালেব চেয়ারম্যান পুলিশ দিয়ে লোকজনকে হয়রানী করছে বলে অভিযোগ করে কয়েক জন। নাম প্রকাশ না করার শর্তে একজন জানায় সিরাজ ও বাদশা মন্ডলের অত্যাচারে ফলে অনেকেই গ্রামে থাকতে পারে না। মিথ্যা মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানী করে। গাছ পোড়ানের বিষয়ে চেয়ারম্যান মোতালেবকে জিঞ্চাসা করলে তিনি অস্বীকার করে বলেন আমার প্রতিপক্ষাই গাছে আগুন দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here