ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের শেষ ম্যাচে ব্রাইটনকে দুর্দান্তভাবে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার সিটি। শিরোপার দৌড়ে লিভারপুল ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেললেও শেষ পর্যন্ত পেরে ওঠেনি। শেষ ম্যাচে জয় পাওয়াতে লিভারপুল থেকে ১ পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয় গার্দিওলার শিষ্যরা।
২০১৮-১৯ মৌসুমে ৩৮ ম্যাচে সিটির পয়েন্ট ৯৮ ও লিভারপুলের ৯৭। ব্রাইটনের জাছে ম্যানসিটির হার কিংবা ড্র হলে ভাগ্য খুলে যেতো লিভারপুলের। অবশ্য মৌসুমে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়ে আক্ষেপই বাড়িয়েছে দ্য রেডসরা। সাদিও মানের জোড়া গোলে উলভসকে ২-০ গোল হারায় লিভারপুল।
এদিকে নিজেদের শেষ ম্যাচে ব্রাইটনকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় ম্যানসিটি। এই ৪-১ গোলের ব্যবধানে জিতে শিরোপা ঘরে তুলেন আগুয়েরোরা। চারটি গোল আসে আগুয়েরো, লাপোরতে, মাহারেজ ও গুন্ডোগানের পা থেকে।