মাদক ব্যবসায়ীদের দিয়ে বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

ঢকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবিতে) অধ্যয়নরত বরগুনার শিক্ষার্থীদের সংগঠন ‘বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র গত ০৮-০৫-২০১৮ তারিখে গঠিত কমিটি থাকা সত্ত্বেও এ কমিটিকে না জানিয়ে ছাত্রত্ব শেষ হয়েছে এমন একটি অংশ নতুন কমিটি গঠন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একটি ইফতার পার্টির আয়োজন করে নতুন কমিটির নাম ঘোষণা করেন এ অংশটি। গত ৮ মে ২০১৯ এ কমিটি ঘোষণা করা হয়। কমিটির অনুমোদন দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সন্মানিত শিক্ষক, যাদের জন্মস্থান বরগুনা।

তবে যাদের নাম নেতৃত্বের তালিকায় রয়েছে তন্মধ্যে সর্বোচ্চ একটি পদের (সাধারণ সম্পাদক) বিরুদ্ধে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে । ২০১৫ সালের ৭ সেপ্টেম্বর “কালের কন্ঠ” সহ প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় ‘ইয়াবা আসর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়েছিল। গ্রেপ্তারকৃত ঐ ছাত্রের নাম বেনজির আহম্মেদ (যাকে বর্তমানে জেলা সংগঠনের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে)। ঐ সময় তিনি মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের রক্তদান ও সমাজসেবা বিষয়ক সম্পাদক ছিলেন। রিপোর্টে বলা হয় তাকে অভিযানকালে ২৫০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। তিনি ইয়াবা সেবনের পাশাপাশি ওই সময় থেকেই ইয়াবা বিক্রি করেন। তাকে তখন ডিএমপি মাদক এবং ডিএমপি অ্যাক্টের মামলায় চালান দেয়া হয়। ওই সময়কার তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘ইয়াবার বিষয়টি ঠিক নয়। তাঁকে (বেনজির) আমরা গাঁজার আসর থেকে আটক করেছি। আজ (গতকাল) তাঁকে ডিএমপি অ্যাক্টে চালান দেওয়া হয়েছে।’ এর পর তাকে বাংলাদেশ ছাত্রলীগের সকল কার্যক্রম থেকে বহিস্কার করা হয়। বিশ্ববিদ্যালয় থেকেও বহিস্কারের কথা ওঠে।

জানা গেছে, কিছুদিনের মধ্যেই নিয়মিত শিক্ষার্থীদের মধ্য থেকে নতুন কমিটি গঠন করে দায়িত্ব তুলে দেয়ার কথা বলা হলেও এরই মধ্যে অছাত্র এবং এমন মাদক মাদক ব্যবসায়ী একজন ব্যক্তিকে সাধারণ সম্পাদক করে গোপনে কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরা খুবই হতাশা প্রকাশ করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, ‘ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা যখন অছাত্র এবং মাদকাসক্তদেরকে তথাকথিত কমিটির নেতৃত্বে দেন সেটা আমাদের জন্য লজ্জার। আগের কমিটি এ ব্যাপারে কিছুই জানেন না।’

তবে ঢাবিতে দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত বরগুনার সন্তান আরেক শিক্ষার্থী জানান, ‘আগের কমিটি শুধু মাত্র কাগজে কলমে ছিল। তাদের সাথে শিক্ষার্থীদের সাথে কোনো সংযোগ ছিলনা। সবার ঐকান্তিক প্রচেষ্টায় নতুন কমিটি গঠন করা হয়েছে। আশা করছি, তারা তাদের স্ব স্ব দায়িত্ব পালনে সচেষ্ট হবেন। শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবেন।

মাদকের সাথে জড়িত থাকা এবং জেলে যাওয়ার বিষয়ে এই শিক্ষার্থীকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘যদি তিনি মাদকের সাথে জড়িত থাকেন, তবে তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা কতটা সঠিক সিদ্ধান্ত হয়েছে তা যারা কমিটি অনুমোদন করেছেন তারা ভালো বলতে পারবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here