সারা দেশে তাপপ্রবাহ বেড়েই চলছে।গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে মানুষের জীবন, বিশেষ করে কর্মজীবী ও শ্রমজীবী মানুষ, যারা তাপপ্রবাহ উপেক্ষা করে রাস্তায় বের হয়, তাদের দুর্ভোগের শেষ নেই। অনেক মানুষ প্রচন্ড গরমে রাতে ঘুমাতে না পেরে অসুস্থ হয়ে পড়ছে। এ ছাড়া দেশের কোথাও কোথাও পানির সংকট রয়েছে।
টাঙ্গাইল অঞ্চলসহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বুষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শনিবার আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এসব কথা জানানো হয়।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, নোয়াখালী, দিনাজপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকবে। দেশের উত্তর-পশ্চিমাংশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারা দেশে রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা হ্রাস পেতে পারে।
আজ সকালের পূর্বাভাসে বলা হয়, পরবর্তী ৭২ ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, কয়েকদিন ধরেই রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে চলেছে তাপপ্রবাহ। ঘরে-বাইরে সবখানেই বেকায়দায় পড়ছেন সবাই। বিশেষ করে রোজাদারদের উঠছে নাভিশ্বাস। দিনের অধিকাংশ সময় রাস্তাঘাট থাকছে প্রায় ফাঁকা।তবে লু হাওয়া উপেক্ষা করে পথে নামছেন খেটে খাওয়া শ্রমজীবী মানুষেরা।
পরিস্থিতি থেকে বাঁচতে প্রচুর পাণীয় পাণের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাজশাহী আবহাওয়া অধিদফতরের উচ্চ পর্যবেক্ষক রাজিব খান বলেন,শুক্রবার রাজশাহীতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন বেলা ৩টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।এর আগে গত ৭ মে রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। পরদিন তাপমাত্রার পারদ গিয়ে দাঁড়ায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে। ৯ মে আরেকটু বেড়ে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এই ক’দিন সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করেছে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় ২৯ এপ্রিল। পরে ফণীর প্রভাবে বৃষ্টিপাতের ফলে তাপমাত্রার পারদ ছিল কমতি। তবে গত কয়েকদিন ধরেই তা আবার হয়েছে ঊর্ধ্বমুখী। এই মুহুর্ত রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ।আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার সিরাজগঞ্জের তাড়াশে সর্বোচ্চ ৩৬ ও সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস; পাবনার ঈশ্বরদীতে সর্বোচ্চ ৩৮ দশমিক ৭ ও সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; বগুড়ায় সর্বোচ্চ ৩৫ দশমিক ৭ ও সর্বনিম্ন ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস; নওগাঁর বদলগাছীতে সর্বোচ্চ ৩৬ দশমিক ৮ ও সর্বনিম্ন ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।ঢাকা আবহাওয়া অফিসের বরাত দিয়ে রাজিব খান জানান, মে মাসে অন্তত একটি তীব্র এবং দুটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ হানা দিতে পারে এই অঞ্চলে। থাকছে কালবৈশাখীর আভাসও। তবে মৌসুমী বায়ুর সক্রিয়তায় জুনের শুরুর দিকেই বর্ষা নামবে প্রকৃতিতে।