তীব্র গরমে জনজীবন অতিষ্ঠ: থাকবে আরো দুইদিন

0
0

বৈশাখ মাসের গরম পড়েছে রাজধানীসহ দেশজুড়ে।রমজানের এই তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সূর্য যেন নিক্ষেপ করছে আগুনের হল্কা। এমন উত্তাপে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রোদের তেজ এড়াতে অনেকেই ঘর থেকে বের হচ্ছে না।

আবহাওয়া কার্যালয় জানিয়েছে, আরো দুদিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকবে। তারপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেশের বিভিন্ন জায়গায়। বৃষ্টি নামলেই কমবে তাপমাত্রা। আর দেশের মানুষ রয়েছে তারই অপেক্ষায়।

শুক্রবার আবহাওয়া কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১৩ মে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঢাকায় আজকে দুপুরে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেন্টিগ্রেড।এদিকে, সারা দেশের বিভিন্ন জায়গায় কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর আগে ঘূর্ণিঝড় ফণীর কারণে সারা দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়েছিল। এরপরই ওই সব স্থানে তাপপ্রবাহ কমে যায়। তবে এরপর আবারও বেড়ে যায় গরম। তীব্র গরমে দেশের কয়েকটি জায়গায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি ছুঁইছুঁই।

আর এদিকে রাজধানীর মানুষ রয়েছে অন্য ভোগান্তিতে। শহরে রয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট। এর ফলে পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন অনেকেই। ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে। হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এ জন্যই সামান্য বৃষ্টির প্রয়োজন রাজধানীবাসীর। আর এই তীব্র গরমের মধ্যেই স্বস্তির খবর দিলো আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে,শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকার গড় তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারা দেশের ওপর দিয়ে মৃদু দাবদাহ বয়ে যাচ্ছে। দুএকদিনের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। মাসের শেষ দিকে মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হতে পারে।

সারা দেশের মতো রাজধানীতেও তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। গরমে বেড়েছে ঠরুা পানি ও বরফের চাহিদা। বৈশাখ মাস শুরু পর থেকে তেমন একটা বৃষ্টিপাত হয়নি। উল্টো তাপমাত্রা বাড়ছে। ফলে তীব্র গরমে নিতান্ত কাজ ছাড়া বের হতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। দিনের প্রথমভাগে কাজ শুরু করলেও তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন। পরে আবার বিকেলের ছায়ায় পথে নামছে। একটু স্বস্তি পেতে বুড়িগঙ্গাসহ রাজধানীর বিভিন্ন জলাশয় ও লেকের পানিতে নামছে অনেক মানুষ।তীব্র গরমের কারণে পানির চাহিদা বাড়ায় পানিবাহিত রোগও বাড়ছে। প্রতিদিন হাসপাতালগুলোয় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। তীব্র গরমের কারণে মানুষের সঙ্গে প্রাণীরাও পড়েছে বিপাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here