মিয়ানমারের ইয়াঙ্গুনে বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়া বাংলাদেশে বিমানের ১৯ আরোহীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম চৌধুরী। আজ বুধবার রাত পৌনে নয়টার দিকে বাংলাদেশের গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। মঞ্জুরুল বলেন, মিয়ানমারের নর্থ ওকালাপা হাসপাতালে আছেন। ১৯ জন আরোহী সেখানে ভর্তি হয়েছেন। এছাড়া ১১ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যা ৬টার দিকে ইয়াঙ্গুনে বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে বাংলাদেশ বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজ। এতে অল্পের জন্য যাত্রীদের প্রাণে রক্ষা পেয়েছেন আরোহীরা। তবে বিমানের পাইলট শামীমসহ আহত হয়েছেন ১৯ আরোহী। বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ জানান, কারো প্রাণহানির শঙ্কা নেই। সব যাত্রীই এখন নিরাপদে আছেন। তিনি আরও জানান, আজ রাত রাত ১০টায় বিমান বাংলাদেশ ঢাকা থেকে একটি বিশেষ বিমান মিয়ানমারে পাটানো হবে। বিমানটির মাধ্যমে আরোহীদের দেশে ফিরিয়ে আনা হবে।
সংবাদমাধ্যম মিয়ানমার টাইমসসে বলা হয়, মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। সন্ধ্যা ৬টার দিকে বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে।
মিয়ানমারে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তা ও বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বিমান বাংলাদেশের ড্যাশ-৮ উড়োজাহাজ যাত্রী নিয়ে ইয়াঙ্গুন যাচ্ছিল। সন্ধ্যায় ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে পড়ে। এর আগে বেলা ৩টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকা থেকে ইয়াঙ্গুনের উদ্দেশে উড্ডয়ন করে। আর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কবলে পড়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে। ওই উড়োজাহাজে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন।
উড়োজাহাজটি ছিটকে পড়ে পাইলট আহতের তথ্য নিশ্চিত করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, যাত্রীরা অক্ষত আছেন। পাইলট ও যাত্রীদের চিকিৎসার জন্য ঢাকা থেকে চিকিৎসক পাঠানো হচ্ছে।