বেশি দামে গরুর মাংস বিক্রি, গুনতে হলো জরিমানা

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নগরের অক্সিজেন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৭ মে) সকালে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান। ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, বাজার মনিটরিংয়ে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অক্সিজেন এলাকার জাহাঙ্গীর মার্কেট, চৌধুরী কমপ্লেক্স এবং সিরাজ মার্কেটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গরুর মাংস ও সবজি বিক্রি করায় ৭ বিক্রেতাকে জরিমানা করা হয়।

তিনি বলেন, রমজানে গরুর মাংসের কেজি প্রতি নির্ধারিত দাম ৫৩০ টাকা। কিন্তু ক্রেতাদের কাছ থেকে কেজি প্রতি বাড়তি ৭০ টাকা আদায় করে ৬০০ টাকায় মাংস বিক্রি করছিলেন তিন বিক্রেতা। এ জন্য মো. বাদশা (৩৪), মো. আজগর আলী ( ৪০) এবং আব্দুশ শুক্কুর (৩৮) নামে তিন মাংস বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. আলী হাসান বলেন, সবজির মূল্য তালিকা না টাঙিয়ে এবং নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে সবজি বিক্রি করছিলেন চার বিক্রেতা। এ জন্য আব্দুল হক (৩৯), মো. ইসমাইল (২৪), মো. মানিক ( ৩০) এবং মো. কাঞ্চন (৫৬) নামে ৪ সবজি বিক্রেতাকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে নগরের বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। অভিযানে বাজার কমিটির নেতা, বিএসটিআই ও ক্যাবের প্রতিনিধিসহ পুলিশ সদস্যরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here