ফেরি-সংকটে দৌলতদিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

0
65

আসন্ন ঈদ-উল-ফিতরের পদ্মা নদীতে যানবাহন ও যাত্রী পারাপার নির্বিঘ্ন রাখতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচলরত তিনটি ফেরি মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। আর তাই এ রুটে ফেরি সংকট দেখা দিয়েছে। কম সংখ্যক ফেরি দিয়ে যানবাহন পারাপারের কারণে দৌলতদিয়া ঘাট প্রান্তে দেখা দিয়েছে যানবাহনের দীর্ঘ সারি।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরের দিকে দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনগুলোকে দীর্ঘ সারিতে আটকে থাকতে দেখা যায়।বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মোট ১৮টি ফেরি রয়েছে। এর মধ্যে আমানত শাহসহ তিনটি বড় ফেরি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে নেওয়া হয়েছে, একটি ফেরি কূলে রয়েছে। বর্তমানে এ রুটে ছোট-বড় মোট ১৪টি ফেরি যানবাহন পারাপার করছে। ফলে যানবাহনগুলো দীর্ঘ সময় দৌলতদিয়া ফেরি ঘাটে নদী পারের অপেক্ষায় প্রহর গুনছে।

তিনি বলেন, ঘাটে যানবাহনের চাপ বেশি থাকায় বর্তমানে ৫ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে। ঈদের আগে মেরামতে পাঠানো ফেরিগুলো বহরে যোগ হলে আশা করা যাচ্ছে আর কোনো যানবাহনের দীর্ঘ সারি হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here