টেলিনর ও আজিয়াটার ব্যবসা একীভূতের উদ্যোগ

0
0

নরওয়ের মোবাইল ফোন অপারেটর টেলিনর এবং মালয়েশিয়ার আজিয়াটা গ্রুপ ৯টি দেশের টেলিকম বাজার দখল নিতে এশিয়ার ব্যবসা একীভূত করার আলোচনা শুরু করেছে। আলোচনা ফলপ্রসূ হলে দুই কোম্পানির টেলিকম ব্যবসা ও অবকাঠামো মিলিয়ে নতুন একটি কোম্পানি গঠন করা হবে। সে ক্ষেত্রে ৯টি দেশে ৩০ কোটি গ্রাহক নিয়ে নতুন ওই কোম্পানি হবে এশিয়ার টেলিকম খাতের অন্যতম বৃহৎ শক্তি। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে টেলিনর জানিয়েছে, চুক্তি চূড়ান্ত হলে ৫৬ দশমিক ৫ শতাংশ শেয়ার নিয়ে তারাই হবে নতুন কোম্পানির বড় অংশীদার। আর আজিয়াটার হাতে থাকবে বাকি ৪৩ দশমিক ৫ শতাংশ শেয়ার।

টেলিনর বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ৫৫ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক। আর গ্রাহক সংখ্যায় দ্বিতীয় অবস্থানে থাকা মোবাইল ফোন অপারেটর রবির ৬৮ দশমিক ৭ শতাংশ শেয়ারের মালিক আজিয়াটা। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই কোম্পানির এশিয়ায় ব্যবসা একীভূত হলেও বাংলাদেশে আলাদা কোম্পানি হিসেবে স্বাধীনভাবে ব্যবসা চালিয়ে যাবে রবি এবং এর নিয়ন্ত্রণ থাকবে আজিয়াটার হাতে। গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বর্তমানে ৭ কোটি ৪০ লাখ, যা দেশের মোট মোবাইল ফোন সেবাগ্রহীতার ৪৬ শতাংশের বেশি। আর রবির সেবাগ্রহীতার সংখ্যা ৪ কোটি ৭৩ লাখ, যা দেশের মোট গ্রাহক সংখ্যার প্রায় ৩০ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here