টিসিবি’র পণ্য মজুদ রাখায় আ’লীগ নেতার ছেলে ও জামাই আটক

রংপুরে আওয়ামী লীগ নেতার জামাই ও ছেলের গোডাউন থেকে টিসিবির এক ট্রাক পণ্য জব্দ করেছে পুলিশ। মূল আসামি ওই নেতার জামাইকে গ্রপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ডিলারসহ তিনজনের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে। গতকাল সোমবার ভোরে নগরীর নব্দীগঞ্জ এলাকায় আরপিএমপির মাহিগঞ্জ থানা পুলিশ এসব মালামাল জব্দ ও মূল আসামিকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট ডিলারের লাইসেন্স বাতিলের প্রক্রিয়া চলছে। পুলিশ ও এলাকবাসী সূত্রে জানায়, কল্যাণী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব হাজীর জামাতা রুহুল আমিন ও ছেলে রফিকউদ্দিন বিভিন্ন পণ্য মজুদের ব্যবসা করত। নব্দীগঞ্জ এলাকায় তাদের একটি গোডাউন রয়েছে। সকালে তাদের গোডাউনে পুলিশ অভিযান চালায়। গোডাউন থেকে টিসিবির ৭৯৬ লিটার সোয়াবিন তেল, চিনি ৫০০ কেজি, ছোলা ৪০০ কেজি ও ৩০০ কেজি মসুর ডাল জব্দ করে। মালামালগুলো ট্রাকে করে পাচারের প্রক্রিয়া চলছিল। মালামালগুলো ছিল টিসিবির ডিলার সোহেল মিয়ার। তারা এ পণ্য মজুদ করে বাজারে বেশি দামে বিক্রি করত। মাহিগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান জানান, টিসিবির খাদ্যপণ্যগুলো ট্রাকসহ আটক করেছি। গ্রেপ্তার করেছি মূল আসামি রুহুল আমিনকে। এ ঘটনায় ডিলার সোহেল, রুহুল আমিন ও রফিকউদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here