ঘূর্ণিঝড় ‘ফণী’ এখন বাংলাদেশের মধ্যাঞ্চলের স্থলভাগে (চুয়াডাঙা, রাজবাড়ি, মানিকগঞ্জ, ঢাকা অঞ্চলে) অবস্থান করছে। এটি আরও ৫ থেকে ৬ ঘণ্টা ঘূর্ণিঝড় হিসেবেই থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। পরে উত্তর-উত্তরপূর্ব দিক হয়ে ভারতের আসাম মেঘালয়ে প্রবেশ করবে। বর্তমানে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২০ কিলোমিটার।
শনিবার সকাল ৬টায় সাতক্ষীরা, খুলনা, যশোর অঞ্চলে প্রবেশ করে ‘ফণী’। এর পর দেশের উত্তর ও উত্তর-উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। তখন ঘূর্ণিঝড়ের কেন্দ্র থেকে ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ছিল প্রতি ঘণ্টায় ৬২ থেকে ৮৮ কিলোমিটার।
কাল রাত থেকেই ঘূর্ণিঝড় ফণির প্রভাব পড়তে থাকে বাংলাদেশের বিভিন্ন স্থানে। এখন পর্যন্ত সারাদেশে ফণির প্রভাবে বজ্রপাত ও ঝড়ের তাণ্ডবে ঘরচাপা পড়ে নিহত হয়েছে ১৪ জন। নোয়াখালীতে ঘর চাপা পড়ে একজন, আহত অন্তত ৩০; বরগুনার পাথরঘাটায় খলিফার হাটে ঘরচাপা পরে ২ জন নিহত হয়েছে।
বাগেরহাটের থানপুরে গাছের ডাল পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। ঝড়ো হাওয়ার দরুন বজ্রপাতে এখন পর্যন্ত কিশোরগঞ্জে ৬, নেত্রকোণায় ২, মাদারীপুরে ১ ও ব্রাহ্মণবাড়িয়ায় ১ জনের মৃত্যু হয়েছে।