ফণির প্রভাবে ভোলার নিচু এলাকা প্লাবিত : আশ্রয় কেন্দ্র মানুষ

0
20

ঘূর্ণিঝড় ফণির প্রভাবে ভোলার চরফ্যাশনের চরপাতিলা ও ঢালচরের নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বিস্তির্ণ এলাকা। স্বাভাবিকের চেয়ে দেড় থেকে দুই ফুট পানি বেড়ে যাওয়ায় উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

শুক্রবার সকাল ১১ টার পর এসব এলাকা প্লাবিত হয়েছে বলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এ তথ্যে নিশ্চিত করা হয়। এছাড়া অতি জোয়ারে কুকরী-মুকরী বাঁধের বাইরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন, বন বিভাগের বিট অফিসার সাইফুল ইসলাম।অতি জোয়ারে পুরো এলাকা প্লাবিত হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢালচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সালাম হাওলাদার। তিনি বলেন, বেশিরভাগ বিস্তীর্ণ জনপদ দুই ফুট পানির নিচে রয়েছে। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় কখনও কখনও বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে সকাল থেকে ভোলায় কয়েকদফা বৃষ্টিপাত হয়েছে। বেলা ১২টায় পর্যন্ত একই সঙ্গে কখনও কালো মেঘ কখনও বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস প্রবাহিত হচ্ছেটা। দুপুর ২ টা থেকে টানা বৃষ্টি পাত শুরু হয়েছে। শুরু হয়েছে হালকা ও মাঝারি ধরনের বাতাস। এতে উপকূলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

এদিকে ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় সকাল থেকেই আশ্রয়কেন্দ্রে আসতে প্রচারণা চালিয়ে যাচ্ছে রেডক্রিসেন্ট ও সিপিপি কর্মীরা।অপরদিকে ঘূর্ণিঝড় ফণীর কারণে ভোলা-বরিশাল, ভোলা-লক্ষ্মীপুর রুটে সব ধরনের নৌযান ও ফেরি চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।

এদিকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত ভোলার ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের প্রায় ২১ হাজার মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়ার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন ভোলা জেলা প্রশাসক। ঘূর্ণিঝড় ফণীর কারণে ভোলার চরাঞ্চলের মানুষ বৃহস্পতিবার রাত থেকে নিরাপদ স্থানে আশ্রয় নিতে শুরু করেছে। ভোলা সিপিপি ও রেডক্রিসেন্টের সদস্যরা মাইকিং করে সবাইকে সতর্ক করছে এবং তাদের আশ্রয় কেন্দ্রে যেতে বলছে। ভোলা রেডক্রিসেন্ট যুব প্রধান আদিল হোসেন তপু বলেন, জেলায় রেডক্রিসেন্টের দেড় হাজার কর্মী প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছে। ভোলা সদরের ইলিশা ও ধনিয়াসহ বেশ কিছু পয়েন্ট প্রচারণা করছে তারা।

দুর্যোগ ব্যবস্থা কমিটি কর্মসূচি (সিপিপি) উপ-পরিচালক সাহাবুদ্দিন বলেন, ভোলায় এখনও ৭ নাম্বার সংকেত বহাল রয়েছে। ঝড়টি পায়রা সমুদ্রবন্দর থেকে ৭৬৫ দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। বিকেলে দিকে এটি বাংলাদেশে আঘাত হানতে পারে। এতে স্বাভাবিক জোয়ারের চেয়ে চার থেকে পাঁচ ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হতে পারে। ভোলা আবহাওয়া অফিসের সহকারী কর্মকর্তা মো. ওমর ফারুক বলেন, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ভোর থেকে আকাশে কালো মেঘ ছিল। সকালে প্রথম দফা কিছু সময় বৃষ্টি হয়। দুপুরের পর থেকে আবারও টানা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির সঙ্গে বাতাস রয়েছে। সন্ধ্যার পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিক বলেন, উপকূলীয় বাসিন্দাদের দুপুরের মধ্যে আশ্রয় কেন্দ্রে আনার কাজ শেষ হয়েছে ।ঘূর্ণিঝড় মোকাবিলায় আমাদের ৫ লাখ টাকা বরাদ্দ রয়েছে। এছাড়াও ২ হাজার ৫শ শুকনা খাবার মজুদ রয়েছে। ৯২টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here