শেয়ার বাজার নিয়ে কেউ গেম খেলতে চাইলে ব্যবস্থা : প্রধানমন্ত্রী

0
0

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, ‘শেযার বাজার নিয়ে খুব বেশি শঙ্কিত হওযার কিছু নেই, এটা কিভাবে ঠিক করা যায় তা নিয়ে আমরা বৈঠক করেছি। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার যা যা করা দরকার সেটা কিস্তু আমরা করে যাচ্ছি। এখানে কেউ যদি গেম খেলতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, হবে।’ আজ মঙ্গলবার একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী বন্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে শেয়ার বাজারের অনেক ঘটনা ঘটে গেছে। এটা যেন স্থিতিশীল থাকে তার জন্য আমার অনেক ব্যবস্থা নিয়েছি। তবে শেয়ার বাজারে যারা যাচ্ছেন তাদের জানা উচিত- লাভ যেমন হবে, লোকসানও তেমন হবে। যেকোনো সময় লাভ করতে পারে যেকোনো সময় লোকসান করতে পারে। লাভ করলেই খুশি আর লোকসান করলেই সরকারের দোষ, এটাতো ঠিক না। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার যা যা করা দরকার সেটা কিস্তু আমরা করে যাচ্ছি, সে প্রোটেকশন আমরা দিয়ে যাচ্ছি। যাতে শেয়ার বাজার স্থিতিশীলভাবে চলে’

সংসদ নেতা বলেন, ‘এটা তো জুয়া খেলার মতো, যারা যাবে তাদের বিবেচনা করতে হবে, কোন কোম্পানির শেয়ার কিনছে, কোম্পানির প্রকৃত অবস্থা কি, কিনলে লাভ হবে কি না। এটা কিন্তু যিনি কিনবেন তার বিবেচনা করতে হবে। এটা তো আমি আপনি করে দিতে পারব না, এটা তাকেই করতে হবে। তবে খুব বেশি শঙ্কিত হওযার কিছু নেই, এটা কিভাবে ঠিক করা যায আমরা এই সংসদে বসেইে কয়েকদিন আগে প্রায় রাত ১০টা পর্যন্ত মিটিং করেছি, সেখানে আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী, অর্থ সচিব ছিলেন। সবাইকে নিয়ে বসে এ ব্যাপারে আলাপ আলোচনা করেছি।’

সংসদে যোগ দেওয়া বিএনপির এমপিদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সংসদ সদস্যরা যারা যোগ দিয়েছেন, তাদরে স্বাগত জানাচ্ছি। বিরোধীদলকেও ধন্যবাদ। আমরা চাই বিরোধীদল গঠণমূলক ভূমিকা রাখবেন। সেটা রেখে যাচ্ছেন। যাতে এই সংসদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস আরও বৃদ্ধি পায়। গণতন্ত্রের গতি যেন অব্যহত থাকে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here