দেশের সর্ববৃহৎ বেনাপোল বন্দরে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।বুধবার (০১ মে) সকাল থেকে বাণিজ্য বন্ধ হয়ে পড়ে।
বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি রাজু আহম্মেদ জানান, মে দিবস উপলক্ষে শ্রমিকদের দাবি আদায়ে নানা কর্মসূচি রয়েছে। এতে তারা কাজ না করায় পণ্য খালাস বন্ধ রয়েছে। বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) প্রদোষ কান্তি দাস জানান, বৃহস্পতিবার (০২ মে) সকাল থেকে পুনরায় এ পথে বাণিজ্য শুরু হবে।
বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক (এএসআই) খাইরুল ইসলাম জানান, এ পথে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।প্রতি বছর এ বন্দর থেকে প্রায় পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়। বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব ৮৩ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এ পথে ব্যবসায়ীদের বাণিজ্যে আগ্রহ বেশি। আমদানি বাণিজ্যে গতি ফেরাতে বর্তমানে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে বেনাপোল বন্দরে সপ্তাহে ৬ দিনে আমদানি বাণিজ্য সচল থাকে। পণ্য খালাসে এখানে বন্দর, কাস্টমস ও শ্রমিকরা ২৪ ঘণ্টা কাজ করে আসছে।