ধর্ষণকারীদের মৃত্যুদন্ডের বিধান করার দাবি বি. চৌধুরীর

0
0

বিকল্পধারা বাংলাদেশ-এর প্রেসিডেন্ট অধ্যাপক এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরী মানুষের জীবনের নিশ্চয়তা বিধানের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার (১ মে) দুপুরে দলের বাড্ডা কার্যালয়ে বিকল্প শ্রমজীবীধারা আয়োজিত আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।বি. চৌধুরী বলেন, দেশের মানুষের জীবন অনিশ্চিত, কিন্তু সংবিধান অনুযায়ী ইজ্জত-সম্মান প্রত্যেক মানুষের প্রাপ্য। সরকারি চাকরিজীবীদের মতো পোশাক শ্রমিকদেরও সব সুবিধা থাকা উচিত উল্লেখ করে তিনি বলেন, তাদের ন্যায়সঙ্গত বেতন-ভাতার ব্যবস্থা করতে হবে।

পাশাক শিল্পের নারী শ্রমিকদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটি বাস্তবায়নের আহ্বান জানিয়ে তিনি বলেন, জিডিপির একটি বিশাল অংশ পোশাক খাত থেকে আসছে।এ প্রসঙ্গে বি. চৌধুরী আরও বলেন, ১১ বছর আগে আমাদের জিডিপি ছিল মাত্র সাড়ে ৫০০ ডলার, এখন তা বেড়ে হয়েছে ১ হাজার ৯০০ ডলার।’সব শিল্পের মালিক-শ্রমিক সমঝোতার মাধ্যমেই শ্রমিক শ্রেণির উন্নয়ন সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

সম্প্রতি দেশে ধর্ষণ বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে বি. চৌধুরী বলেন, প্রতিদিন মা বোন ও শিশু ধর্ষিত হচ্ছে। তিনি শিশু ধর্ষণকারীদের একমাত্র শাস্তি মুত্যুদন্ডের বিধান করার দাবি জানান।

অনুষ্ঠানের শুরুতে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাহমুদ হাসান রানা বি. চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে বিকল্পধারায় যোগ দেন।

বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হকের সভাপতিত্বে অনৃষ্ঠানে বক্তৃতা করেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, ডা. রফিকুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার ওমর ফারুক, ওয়াসিমুল ইসলাম, যুবধারার সভাপতি আসাদুজ্জামান বাচ্চু, শ্রমজীবীধারার সাধারণ সম্পাদক আরিফুল হক সুমন, স্বেচ্ছাসেবক ধারার সভাপতি আবুল বাশার আকন্দ, শ্রমিক নেতা নূর মোহাম্মদ, খায়রুল আলম সবুজ, হিরণ প্রধান, তাসলিমা আক্তার, শান্তা ইসলাম, বিউটি আক্তার, নাজনীন, জামাল হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here