নুসরাত হত্যাকান্ড : সেই মাদ্রাসার অধ্যক্ষ ও প্রভাষকের এমপিও স্থগিত

0
0

ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রতিবাদী ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িত থাকায় অধ্যক্ষ এস.এম সিরাজ উদ দৌলা ও মাদরাসার ইংরেজির প্রভাষক আফসার উদ্দিনের এমপিও স্থগিত করা হয়েছে। গতকাল রবিবার এসংক্রান্ত নথি অনুমোদন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ তথ্য নিশ্চিত করেছেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হোসাইন আহাম্মদ।

শ্লীলতাহানির মামলা তুলে না নেওয়ায় রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলার প্রধান আসামী মাদরাসা অধ্যক্ষ (বর্তমানে বরখাস্ত) এস.এম সিরাজ উদ দৌলা (ইনডেক্স নম্বর ৩০৪১১১) ও একই মাদরাসার ইংরেজির প্রভাষক আফসার উদ্দিন (ইনডেক্স নম্বর ২০৩০৫০৮) এর এমপিও স্থগিত করা হয়েছে। রবিবার এসংক্রান্ত নথি অনুমোদন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বর্তমানে সাবেক অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও প্রভাষক আফসার উদ্দিন নুসরাত হত্যা মামলায় কারাগারে।
৬ এপ্রিল রাফি আলিম পরীক্ষা দিতে গেলে মাদরাসার চারতলা ভবনে নিয়ে তার শরীরে আগুন ধরিয়ে দেয় সিরাজের অনুসারীরা। ১০ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। এ ঘটনায় রাফির ভাইয়ের করা মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ ও পিবিআই। হত্যাকা-ে অংশগ্রহণকারী শাহাদাত হোসেন শামীম, জাবেদ হোসেন, জোবায়ের আহমেদ, উম্মে সুলতানা পপি, কামরুন নাহার মনিসহ ৯ জন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। গতকাল রোববার জবানবন্দি দিয়েছে হুকুমদাতা এস এম সিরাজ উদ দৌলা। আরো গ্রেপ্তার হয়েছে আসামিদের আশ্রয়দাতা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, অর্থদাতা পৌর কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম ও মাদরাসার শিক্ষক আফসার উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here