ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির আগেই আরেকটি রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার যেনতেন রেকর্ড নয়, একেবারে নিজের ক্লাব ক্যারিয়ারের ৬০০তম গোলের মাইলফলক। শনিবার সান সিরোতে ইন্টার মিলানের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। ম্যাচের শুরুতে গোল হজম করলেও ৬২ মিনিটে রোনালদোর গোলে সমতায় ফিরে দলটি। আর এরই মধ্য দিয়ে ৬০০তম গোলের মাইলফলক ছুঁলেন রোনালদো।
এদিকে এমন দুর্দান্ত ইতিহাস গড়ে মেসির চেয়ে আরও একটি কীর্তিতে এগিয়ে গেলেন জুভেন্টাসের এই তারকা খেলোয়াড়। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি এখন পর্যন্ত ক্লাবের হয়ে ৫৯৭টি গোল করেছেন। রোনালদোর এমন মাইলফলক এলো চারটি ক্লাবে খেলে। নিজ দেশের ক্লাব স্পোর্টিং সিপির পর ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও সর্বশেষ জুভেন্টাসে খেলছেন তিনি।
ক্লাবের পাশাপাশি দেশের জার্সিতেও উজ্জল রোনালদো। মোট ৮৫টি গোল করে তিনি পর্তুগালের সর্বকালের সেরা গোলদাতা। করেছেন পাঁচটি হ্যাটট্রিক।