দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীতে ফের ১২ কেজি ওজনের মা মৃগেল মাছ মরে ভেসে উঠেছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ড: মনজুরুল কিবরিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ইঞ্জিনের নৌকার পাখার আঘাতে এটির মৃত্যু হয়েছে। শনিবার বিকেল পাঁচটার দিকে নদীর গড়দুয়ারা ইউনিয়নের পোড়াকপালি স্লুইসগেট এলাকায় মাছটি ভাসতে দেখে মোহাম্মদ হারুন নামের এক ব্যক্তি সেটি উদ্ধার করে ডাঙায় নিয়ে আসেন।
মনজুরুল কিবরিয়া বলেন, মোহাম্মদ হারুন নামে স্থানীয় এক লোক নদী পাড়ে গিয়ে মৃগেল মাছটি ভাসতে দেখেন। পরে মাছটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তিনি আরও বলেন, হালদা নদীতে ভেসে ওঠা মাছটির ওজন ১২ কেজি। লম্বায় ৩৮ ইঞ্চি।
এর আগে ১৬ এপ্রিল নদীর রাউজানের মদুনাঘাট এলাকায় মরে ভেসে ওঠে অতি বিপন্ন ডলফিন। এছাড়া ১০ এপ্রিল নদীর খলিফাঘোনা এলাকা থেকে ৮ কেজি ওজনের একটি মা মৃগেল মাছ মরে ভেসে উঠেছিল। গত মার্চ মাসের ৪ তারিখ হাটহাজারীর গড়দুয়ারা আমতুয়া এলাকায় মরে ভেসে উঠে ১২ কেজি ওজনের কাতলা ও ৩ কেজি ওজনের মা আইড় মাছ।