আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অভিষেক ৩ মে

0
0

আমেরিকায় পেশাজীবী সাংবাদিকদের সমন্বয়ে গঠিত ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র নতুন কমিটির অভিষেক উৎসব ৩ মে (শুক্রবার) অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ২৬ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে সভাপতি মুক্তিযোদ্ধা লাবলু আনসারের সভাপতিত্বে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন সেক্রেটারি শহিদুল ইসলাম।

এ সময় অন্যান্যের মধ্যে প্রস্তুতি আলোকে বক্তব্য রাখেন- ক্লাবের সহ-সভাপতি আকবর হায়দার কিরন, প্রধান নির্বাচন কমিশনার মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, নির্বাচন কমিশনের সদস্য জাহেদ শরিফ, ক্লাবের সাংগঠনিক সম্পাদক কানু দত্ত, পাবলিকেশন্স সম্পাদক শাহ ফারুক, নির্বাহী সদস্য আজিমউদ্দিন অভি, তপন চৌধুরী প্রমুখ।

আমন্ত্রিত অতিথি ছিলেন সাংবাদিক শাহ জে চৌধুরী। এ সভার সিদ্ধান্ত অনুযায়ী জর্জিয়ার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী হোসেন (মুজিব সেনা)-কে ক্লাবের সদস্য পদ দেয়া হয়। এর আগে সাংগঠনিক কর্মকাণ্ডের স্বার্থে চ্যানেল আই অনলাইনের শাহ ফারুককে পাবলিকেশন্স সেক্রেটারি হিসেবে কো-অপ্ট করা হয়েছে। অভিষেক উৎসবকে সর্বাত্মকভাবে সাফল্যমণ্ডিত করতে নিজ নিজ অবস্থান থেকে কাজের অঙ্গীকার করেন উপস্থিত সকলে।

উল্লেখ্য, অভিষেক এবং ক্লাবের ১০ বছর পূর্তি উৎসব-একইসাথে জ্যাকসন হাইটসে বেলজিনো পার্টি হলে অনুষ্ঠিত হবে। এতে কমিউনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারীরাসহ মার্কিন রাজনীতিকরাও অংশ নেবেন। থাকবেন বাংলাদেশের শীর্ষ কূটনীতিকরাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here