প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে রিট

0
21

বিশেষজ্ঞ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক ওষুধ বিক্রির ওপর নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। রিটে ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালকসহ দেশের সব জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন। পরে তিনি বলেন, আবেদনটির ওপর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।

ব্যারিস্টার সৈয়দ সাইয়েদুল হক সুমন আরও বলেন, রোগীদের চাহিদা ছাড়াও ফার্মেসিগুলো রোগীকে অ্যান্টিবায়োটিক ওষুধ দিচ্ছে। ফলে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহার করায় একপর্যায়ে এসব রোগীর শরীরে আর অ্যান্টিবায়োটিক কাজ করে না। সম্প্রতি অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে ৪০০ লোক মারা গেছে। প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসিতে অ্যান্টিবায়োটিক বিক্রির নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু, অনেকেই অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করছেন ডাক্তারের পরামর্শ ছাড়াই।এ বিষয়ে জাতীয় দৈনিকে প্রকাশিত কয়েকটি প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করা হয় বলেও রিটকারী জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here